আমাদের কথা খুঁজে নিন

   

বিবেক !!!



বিবেক কি জিনিস ? এইটা খায় না মাথায় দেয় ? এর সীমা পরিসীমা কতটুকু এসব নিয়ে আপনাদের মতামত জানার জন্যই এই পোস্ট । আজ সকালের পোস্টটা দিয়ে বের হয়েছিলাম বহুদিনের না দেখা বন্ধুদের সাথে দেখা করার জন্য । এটা একটা সাহিত্য আড্ডা । সবাই কবিতা নিয়ে হাজির । আমি গেছি অতিথী হয়ে ।

মাঝখানে একটু ছন্দ নিয়ে দু-এক লাইন বলা ছাড়া পুরোটা সময় কাটিয়েছি অতিথীর মত । আড্ডা শেষে কিছুক্ষণ আলাপ হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে । এই সময়ই বিবেকের বিষয় নিয়ে আলোচনা । আমি বললাম সংস্কৃতি, বিশ্বাস, সোস্যালাইজেশন ইত্যাদির কারনে বিবেক বিভিন্ন ভাবে গড়ে উঠতে পারে । কারো বিবেক হত্যাকে অনুমোদন দিতে পারে ।

কারো বিবেক পারেনা । এ কারনে বিবেকও ম্যান টু ম্যান ভেরি করে । তারা বলল বিবেক কনস্টান্ট এর পরিবর্তন নেই । হত্যাকে কারো বিবেক সাময়িকভাবে জাস্টিফাই করলেও (নিজের প্রয়োজনে) মানব-হত্যা পাপ এটা চিরন্তন বিষয় । এখানে কারো বিবেকই দ্বিমত করবেনা ।

মূল আলোচনাটা ছিল বিবেক পরিবর্তিত হতে পারে কিনা - এ বিষয়ক । আমি বলেছিলাম পরিবর্তিত হতে পারে । ওরা বলেছিল পারেনা । আমি বলেছিলাম জীবনের সকল কাজই আমরা বিবেককে সঙ্গে নিয়ে করি । নাহলে খারাপ কাজ করলে বিবেকের দংশনে সবসময়ই জর্জরিত হতাম ।

ওরা বলল সকল কাজে বিবেকের উপস্থিতি অপ্রয়োজনীয় । কিছূ চিরন্তন বিষয়কেই ওরা বিবেকের কাজ বলে আখ্যায়িত করল । আমি বললাম বিবেক একেকজনকে একেক মেসেজ দ্যায় বলেই রাস্ট্র, সমাজ, ধর্ম কর্তৃক সবার জন্য সমানভাবে প্রযোজ্য আইন তৈরি করতে হয়েছে । নাহলে মানুষের বিবেকই তো ছিল চুড়ান্ত বিচারক । এই বিবেক অনুযায়ী সবাই চললে তো সংসারে সমস্যা হতো না ।

কিন্তু যেহেতু বিবেক একেক জনের কাছে একেক রকম তাই সবার কাছে একই রকম হবে এমন আইন প্রণয়নের প্রয়োজন হল । তারা আমার কাছে বিবেকের সংগা চাইলো । তারা বলল আসুন আপনার সংগাকৃত বিবেক এবং আমাদের সংগাকৃত বিবেক নিয়ে বসি । তারপর দেখি আমাদের মৌলিক বিরোধটা কোথায় ? আমি সত্যি সত্যিই বিবেককে সংগায়িত করার প্রয়োজন বোধ করলাম । আমার কাছে মনে হলো মানুষের কর্তব্য স্থির করে দেয় যে শক্তি সেটাই বিবেক ।

অথচ এই বিচারটা কিন্তু আবেগ এবং যুক্তি যে কোনটার উপর নির্ভর হতে পারে । আবার আমার বিবেক আমাকে যে কাজ করতে বলে কোন কোন সময় আমি সে কাজ নাও করতে পারি । অথাৎ আমার আবেগ, যুক্তি, বিবেক, কর্তব্যবোধ, মন এসবের মিশেলেই আমার নিয়ত পথচলা । আমি পাগলের মত আচরণ করছিনা-কারন আমার বিবেক বাধা দিচ্ছে । আমি খুন করছিনা - কারণ আমার বিবেক বাধা দিচ্ছে ।

আবার বিবেকের বাধা স্বত্তেও কোন কাজ করছি -কারণ সব সময় আমি বিবেকের আজ্ঞাবহ নই । এখানে আমার ইন্দ্রীয় বা আবেগ কিংবা অন্য কোন শক্তি আমার মনকে নিয়ন্ত্রণ করছে । তবে পুরোপুরি ক্লিয়ার ধারনা না থাকায় আপনাদের শরণাপন্ন হলাম । আমি মানুষের অস্তিত্বের মধ্যে যে শক্তিগুলোর অবস্থান আছে সেগুলো সম্পর্কে জানতে চাই । একজন ইমাম গাজ্জালীর কিমিয়ায়ে সা'দাত এর রেফারেন্স দিয়ে কিছু কথা বলেছিল, কিন্তু দেখলাম ইমাম সাহেবের সাথে আমার কিছু অমিল আছে ।

আমি জানতে চাই- ১. আমার মধ্যকার আমিটা কি জিনিস ? ২. আবেগ- এ ব্যাপারে মোটামুটি জানি ৩. যুক্তি- এব্যাপারেও মোটামুটি জানি ৪.বিবেক কি জিনিস ? ৫.এ সব বিষয়ের সাথে মন কতটা যুক্ত ? ৬.ইন্দ্রীয়ের সাথে সংঘাত হয় কোন শক্তির ? যদি কারো ক্লিয়ার বা ভাসা ভাসা ধারনা থাকে শেয়ার করলে উপকৃত হব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।