আমাদের কথা খুঁজে নিন

   

প্রায় টেকি পোষ্ট: অনলাইনে এমএস অফিস ২০০৭/১০ (.docx .xlsx .ppsx) ফাইলকে এমএস অফিস ২০০৩ (.doc .xls .pps) ফরমেটে কনভার্ট করুন

ভাল লাগে স্বপ্নের মায়াজাল বুনতে... প্রায়ই নেট থেকে কোনো .docx .xlsx .ppsx ফাইল ডাউন লোড করি কিন্তু ওপেন করতে পারিনা। কারণ আমি তো মাইক্রোসফট অফিস ২০০৩ ব্যবহার করি, ২০০৭ ভার্সনটা ঠিক পছন্দ হয় না। হয়তো আমার মতো এই সহজ সমস্যায় অন্য কেউ পরতে পারেন, তাই শেয়ার করা। অন লাইনে কয়েকটা সাইটের লিংক শেয়ার করছি। প্রথমে এই সাইটগুলোর যেকোনো একটিতে ফাইল আপলোড করতে হবে তারপর কনভার্ট- বাটন এ ক্লিক করলেই ডাউনলোড করার লিংক দেবে।

১. ফ্রি ফাইন কনভার্র্ট: এই সাইটটিতে ফাইন আপলোড করলে ফাইলটি কোন কোন ফরমেটে কনভার্ট করা যাবে তা সিলেক্ট করা যায় এবং সরাসরি ডাউনলোড লিংক জেনারেট করে। এই সাইটটি আমার বড়ই পছন্দ। ২. ডকস্ প্যাল (বেটা): এই সাইটটির মজা হচ্ছে যে, এখানে আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ফাইলের পাশাপাশি অডিও, ভিডিও, ই-বুক, আর্কাইভ ফাইলও কনভার্ট করতে পারবেন। অডিও ফরমেটের মধ্যে পাওয়া যাবে AAC, AC3, AMR, M4A, MPC, MP3, OGG, WAV, WMA এবং অন্যান্য। ভিডিও ফরমেটের মধ্যে উল্লেখ্য যোগ্য হলো: 3GP, AVI, FLV, MKV, MOV, MP4, MPEG, WMV।

এছাড়াও ইপিএস ফাইলকে পিডিএফ এ কনভার্ট করা যায়। ৩. জামজার: এই সাইটটিতেও প্রায় সকল ফাইল ফরমেটে কনভার্সনের সুযোগ আছে কিন্তু এই সাইটটার একটা ছোটখাট সমস্যা আছে। এখানে ফাইল আপলোডের পর একটি ইমেইল এড্রেস দিতে হয় এবং কনভার্ট করার পর ঐ ইমেইলে একটা লিংক পাঠিয়ে দেয়। এক্ষেত্রে আপনার ইমেইলে লগ ইন করে লিংকটির মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.