আমাদের কথা খুঁজে নিন

   

প্রায় পুরো রান-আপে মাশরাফি

সৃজন

চোট থেকে সুস্থ হওয়ার পথে আরেক ধাপ এগিয়েছেন দেশের সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। এদিকে ছুটি শেষে বুধবার বিশ্বকাপ দলের অনুশীলন আবার শুরু হচ্ছে। দলের সঙ্গে মাশরাফিও অনুশীলন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকালে অনুশীলন করেন মাশরাফি ও রুবেল হোসেন। যদিও অনির্ধারিত, তারপরও তাদের অনুশীলন দেখভাল করেন দলের বোলিং কোচ ইয়ান পন্ট, ফিজিও মাইক হেনরি ও ট্রেনার গ্রান্ট লুডেন।

অনুশীলন দেখে স্পষ্ট হয়ে উঠছে যে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন মাশরাফি। পুরো না হলেও ৯০ শতাংশেরও বেশি রান-আপ নিয়ে বল করেছেন। এর আগে তিনি বল করেন প্রায় ৬০ শতাংশ রান-আপ নিয়ে। পরে মাশরাফি বলেন, "প্রায় পুরো রান-আপ নিয়ে বল করতে কোনো সমস্যা হয়নি। আশা করছি অচিরেই পুরো রান-আপ নিয়ে বল করতে পারবো।

" খেলার সময় মাশরাফি সাধারণত ২১ মিটার দৌড়ে বল করে থাকেন। আজ (মঙ্গলবার) ৪ ওভার বল করেন ১৮ মিটার দৌড়ে। দৌঁড়ের পাশাপাশি তার গতিও কিছুদিন আগের চেয়ে বেশ কিছুটা বেড়েছে। হাঁটুর আঘাত তাড়াতাড়ি সারানোর জন্য আলাদাভাবেও অনুশীলন করেন তিনি। মাঠের অনুশীলন শেষে ব্যায়ামাগারে যাওয়ার আগে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, "আপাতত অস্ত্রোপচার নিয়ে ভাবছি না।

বিশ্বকাপ ক্রিকেটের পর সুবিধা মতো সময়ে অস্ট্রেলিয়ার চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছে অস্ত্রোপচার করবো। " ছুটিতে বাড়ি না গিয়ে অনুশীলন করেন রুবেলও। তিনিও বলেন, তার অবস্থার উন্নতি হয়েছে। দু'দিন ধরে পুরো রান-আপ নিয়ে পুরো গতিতে বল করতে পারছেন। কোনো ব্যথাই অনুভব করছেন না।

তারপরও অল্প কিছু সমস্যা রয়েছে বলে স্বীকার করে রুবেল বলেন, এসবও তাড়াতাড়ি সেরে যাবে। এদিকে ছয় দিনের ছুটি কাটিয়ে বুধবার সকালে আবারো অনুশীলনে ফিরছে বিশ্বকাপ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন, "বুধবার ফের অনুশীলন শুরু হচ্ছে। দলে না থাকলেও চোট থেকে সেরে উঠতে যাতে সুবিধা হয়, সে জন্য মাশরাফিও থাকছেন অনুশীলনে। " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.