আমাদের কথা খুঁজে নিন

   

সকল ব্লগারের উদ্দেশ্যে

নোটিশবোর্ড

প্রিয় ব্লগার, গত এক দেড় মাসে আপনাদের আন্তরিক সহযোগিতা আর আমাদের আপ্রাণ প্রচেষ্টায় বাঁধ ভাঙ্গার আওয়াজ বাংলা ব্লগের পরিবেশ লক্ষ্যণীয় প্রাণবন্ত আর সুস্থ্য হয়েছে । আমরা অসংখ্য নতুন ব্লগার পেয়েছি, আমাদের ব্লগপাতা সবচেয়ে বেশি প্রদর্শিত হয়েছে এবং আমরা অনেক ভালো ভালো লেখাও পেয়েছি । আমরা আনন্দিত যে ব্লগ সদস্যরা বাঁধ ভাঙ্গার আওয়াজকে আপন করে নিয়েছেন এবং এর মডারেশন কার্যক্রমকে সহযোগিতা দিয়েছেন । বাঁধ ভাঙ্গার আওয়াজের একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট নীতিমালা আছে যা আমাদের সংস্কৃতি, মেধা মনন, সুরুচিপূর্ণ ও গঠনশীল চিন্তা চেতনারই পক্ষে এবং এর ব্যতিক্রম পরিস্থিতির সৃষ্টিকারী লেখা, মন্তব্য বা ছবির কারণে প্রথম পাতা/ব্লগ থেকে স্থায়ী বা অস্থায়ীভাবে সরিয়ে দেবার মত পদক্ষেপ নেয়ায় আমরা দৃঢ় । মডারেশনের ক্ষেত্রেও অবশ্যই এ বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি ।

এখানে ব্যক্তি, দল বা বিশেষ পরিচিতির কোন সুযোগ নেই কখনই । কোন ব্লগারকে স্থায়ী বা সাময়িকভাবে ব্যান করার পর একটি নির্দিষ্ট সময়ের পর তার অনুরোধ আমরা বিবেচনা করি । এক্ষেত্রে আমাদের নীতিমালার আওতাভূক্ত/জনপ্রিয় এবং শক্তিশালী ব্লগারদের আমরা পুনরায় ফিরিয়ে আনতে চাই । এক্ষেত্রে কারও দ্বিমত/অভিযোগ থাকতেই পারে এবং তা প্রকাশ করার স্বাধীনতাও সবার রয়েছে । এখানে কোনভাবেই হার-জিতের মত হালকা বিষয় নেই এবং তা গ্রহণযোগ্যও নয় ।

আপনার অভিযোগ/অনুযোগ এবং মতামত "কোন সমস্যা"য় লিখে জানান । এ বিষয়ে যে কোন অভিযোগ/আপত্তিকর পোস্ট আমরা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি । বাঁধ ভাঙ্গার আওয়াজে আপনাদের ব্লগিং আরও আনন্দদায়ক হোক ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.