আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারের শ্রেণীভেদ

আমি আমাকে প্রচণ্ড বিশ্বাস করি। হুজুর কেবলা ফাজিলের দরবারে গেলেই মুগ্ধ হয়ে তাঁর বয়ান শুনি। এ রকম একজন এলেমদার মানুষ এ যুগে দ্বিতীয় আর কেউ আছে কিনা সন্দেহ। আজ তিনি বয়ান করলেন ব্লগারদের প্রকারভেদ এবং তাদের আচরণ সম্পর্কে। তিনি বললেন, ব্লগার হচ্ছে কয়েক ধরণের: ১. মওলানা ব্লগার: মওলানা ব্লগারেরা তাদের পূর্বসূরীদের চরিত্র পুরোপুরি পেয়েছেন।

এ বিষয়ে একটি বহুল প্রচলিত গল্প রয়েছে - এক গ্রামে ছিলেন দুইজন মওলানা। তাদের নিয়ে একটু ফান করার জন্য গ্রামবাসী একজন তাদের দুইজনকে দাওয়াত দিলেন। খাওয়ার আগে হাত ধুতে হবে। গ্রামে হাত ধোয়ার ব্যবস্থা একটু দূরে। মেজবান বললেন, হুজুর আপনারা এক একজন করে হাত ধুয়ে আসুন।

এক মওলানা গেলেন হাত ধুতে, আরেক মওলানা থাকলেন বসে। মেজবান তাকে বললেন, 'হুজুর, আপনার সাথে যে হুজুর এসেছেন, উনি কেমন?' হুজুর বললেন, 'সে তো একটা গরু, এলেমের কিছুই জানে না। ' এক মওলানা হাত ধুয়ে আসলে গেলেন আরেক মওলানা। মেজবান তাকেও একই প্রশ্ন করলেন। তিনি বললেন, 'সে তো একটা ছাগল, এলেমের কিছুই জানে না।

' অল্প কিছুক্ষণ পরেই খাবার এলো। ঢাকনা তুলে তারা দেখলেন, একজনের পাত্রে দেয়া হয়েছে ঘাস আরেকজনের পাত্রে খড়। মওলানারা খুব রেগে বললেন, 'আপনি কি আমাদের নিয়ে তামাসা করছেন?' মেজবান বললেন, 'আপনারা নিজেরাই নিজেদেরকে গরু-ছাগল বললেন, তাই সেভাবেই আপনাদের খাবার দিয়েছি। ' ব্লগে এই জাতীয় গরু ছাগলেরা একটু সুযোগ পেলেই কামড়া-কামড়ি শুরু করে দেয়া, আমীন কি উচ্চস্বরে পড়তে হবে না নিম্নস্বরে তাই নিয়ে ফতোয়া দেয়, কাদা ছোড়া-ছুড়ি করে। ২. জামাতি ব্লগার: তারা কয়টা কর্মী বৈঠক করলো, কয়টা দাওয়াতি কাজ করলো, বড়জোর জামাত-শিবিরের প্রেস বিজ্ঞপ্তি বা যুদ্ধাপরাধের বিচার - এই সব বিষয় ছাড়া ব্লগে পোস্ট দেয়ার আর কিছু পায় না।

৩. নাস্তিক ব্লগার: এর কোন একটা সুযোগ পেলেই ধর্ম নিয়ে ফালতু মন্তব্য করবে। ৪. আড্ডাবাজ ব্লগার: তাদের মন্তব্য হচ্ছে, আয় আমার বুকে আয়। যাকে বুকে ডাকছে সে ছেলে না মেয়ে সেদিকে খেয়াল নেই। ৫. কপিবাজ ব্লগার: তারা পত্রিকার অন-লাইন এডিশন থেকে ডাইরেক্ট কপি মারবে। আমি বললাম, হুজুর সবথেকে ভালো শ্রেণী কোনটা? হুজুর বললেন, কবি ও ফাজিল ব্লগার।

তারা দেশের সংস্কৃতিকে নিয়ে চিন্তা করে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.