আমাদের কথা খুঁজে নিন

   

বুড়িগঙ্গা নদী ?

আমার ছোট মেয়ে সাফা আর আরো ছোট ছেলে সাইফকে নিয়ে গত শুক্রবার বুড়িগঙ্গা নদীর ধারে হাটছিলাম, হঠাৎ আমার ছেলে-মেয়ে বায়না ধরলো নৌকাতে চড়বে। নৌকাতে উঠলাম কালো কালো পানিতে জগন্য জগন্য ময়লা ভাসছে, আমরা এগিয়ে চলেছি---- ছেলে-মেয়ে নানা রকম প্রশ্ন করে চলছে আমি উওর দিয়ে চলেছি । কিন্তু কিছু প্রশ্নের উওর দিতে পারিনি। আমার মতো আপনারা হয়তবা এমনি বাবুদের প্রশ্নের উওর দিতে পারবেন না। যেমন- আব্বু পানি এত কালো কেন ? এত ময়লা কেন পানিতে ? কোথা থেকে এত ময়লা এল ? এ ময়লাগুলো কোথায় যাবে ? আমাদের দেশের বাড়ীর নদীর পানি ও কি এত কালো ? তোমাদের ছোট বেলায় ও কি বুড়িগঙ্গা নদীর পানি এত কালো ছিল ? এত ময়লা ছিল ? আমাদের সন্তানদের উওর দিতে পারছিনা, আমাদের নাতি-পুতিদের বুড়িগঙ্গা নদী দেখাতে পারবো তো ??? আমার মতো যারা ছোট বাবুদের প্রশ্নের উওর দিতে পারেন না, পারবেন না, আসেন এখনো সময় আছে ডি সি সি নির্বাচনের আগে একটাই দাবী তুলি ভোট ভিক্ষুকদের কাছে বুড়িগঙ্গা বাচাঁও। শ্লোগান একটাই " যারা পারবে বুড়িগঙ্গা বাঁচাতে, তারাই পারবে ডি সি সি চালাতে, আর ভোট দিবো তাদেরই"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.