আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ল্যাপি নিলাম -

বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ... ম্যারিনাতে গিয়েছিলাম ৪-৫ দিন আগে, উদ্দেশ্য ২টো কেচাপ সহ গ্রিল চিকেন। আমার সাথে ছিলেন আমাদের বিশিষ্ট ফরিদ ভাই ও মাহমুদজামান ভাই। সন্ধা হতে তখনো বাকি ফরিদ ভাই বললেন আজ চলো মদিনা জাইদ থেকে ঘুরে আসি - আর যাই কই, ঠিক তখনি আমার চোখ কেরে ছিল সামস্যাং এর আলট্রা বুক সদৃশ্য কিছু ল্যাপি, কিন্তূ কনফিগারেশন আর দামের মিল খুজে কোন সিদ্ধান্ত না পেয়ে খালি হাতেই ফেরত এসেছিলাম। মনটা খারপ ছিল কদিন। সেই ২০০৯ থেকে ডুলাল কোর আর ২ জিবি সাথি করে বসে আছি - ভাল লাগেনা - সেই সাথে নিতে পারি না নতুন উইন্ডোজ ৮ এর স্বাদ। কিন্তূ শেষ মেষ গত কাল কিনেই ফেললাম - এটার সব চেয়ে মজার বিষয় হল এটার এইচডি এলইডি - টোটালি নন-রিফলেক্টেবল। আর লুক সেতো ওসাম, খুবই পাতলা আর ওজনটাও কমফরটেবল। কেমন হল জানালে খুশি হব আর বাংলাদেশে এই মডেল টার দাম কেমন ? এটার সাথে অরিজিনাল উইনন্ডোজ ৮ আছে - নিচে কনফিগারেশন দিলাম - Intel Core I3 3rd Generation prossesor 2.5 ghz 4GB Ram 750 GB Hard Drive 1 GB Graphich DVDRW HDMI support USB 3.0 Original Windows 8 + 60 days MACfee + 60 days Ms office

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.