আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাথে ঈশ্বর কিছু কথা ছিল, একান্তই আপন

আমার লেখা পড়ে.................. আমার সাথে ঈশ্বর কিছু কথা ছিল, একান্তই আপন কিন্তু আমরা পাশাপাশি থেকেও কথা হয় না বহুদিন প্রতি রাতে আমি আর ঈশ্বর খেলায় মাতি, বাজির খেলা, প্রতি ভোরে আমরা খেলা ছেড়ে যাই, জীবনে যাই- ক্রমাগত খেলে যাই দিন থেকে বছর তারপর অসীম । আমি ও ঈশ্বর, আমরা পরষ্পর পরষ্পরকে ভালবাসি আমি ক্রমাগত জিতে যেতে চাই, তিনি চান হারাতে অনেক সমুদ্র সৃষ্টি হয়েছে- হয় প্রতিদিন মানুষের বুকে অনেক ফুলের বাগানে খেলা করে পূর্ণিমা বা রোদ্দর কখন কখন মনযোগ হারালে মন যায় সমুদ্র বা ফুলে সমুদ্র ভর্তি হাহাকার আর ফুল যেন ধুতরার ভুল এ ভাবে জীবন কাটবে না জানিয়েছেন ঈশ্বর তবু কেটে যায় জীবন- জীবনকে উল্লাসিত করে । আমার সাথে ঈশ্বরের কিছু কথা ছিল, একান্তই আপন ঈশ্বর বরাবর বলে যান তার যত কথা রুপক গল্প আমি কেবল বলতে চাই, জীবন চায় জীবনের অধিকার- আমরা অহর্নিশ একসাথেই থাকি অথচ বলা হয়নি কথা। মানুষের মাঝে বারবার ফিরে এসে আমি কবিতা আকি গাছ,নদী,জোছনা বা মেঘের ভালবাসা ভালো লাগে না অথচ মানুষ লুকায় নিজেকে- মানুষ ভূলে, ফিরে যাই কখনও কখনও ঈশ্বর অশ্রু ফেলেন- আমি প্রকৃতি দেখি, আমরা দু’জনই নিজেদের খোজে হাজির হই নিজের সিথানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.