আমাদের কথা খুঁজে নিন

   

একটি প্রস্তাবনা, ঘোষনার সাথে সাথে চালের দাম কমে যাবে নিশ্চয়তা দিচ্ছি.....

বিশ্বাসকে সত্য ভাবা আর, সত্যকে বিশ্বাস করা এক নয়। কেউ বিশ্বাস করুক বা না করুক সত্য সত্যই।

সোবাতে লন্ডন থেকে'র পোস্ট মিথ্যাবাদি হাসিনার মুখোশ উন্মোচন! (না পড়বেন তো গ্রেট মিস্ করলেন !!!) পড়ে মনে হল, আমাদের দেশ - আমাদের সরকার। প্রতিশ্রুতির উন্মাদনায়@-) , নির্বাচনী উত্তেজনার=D> বশে ক্ষমতার লোভে =P~ হয়ত বলেই ফেলেছিলেন যে, দশ টাকা কেজি দরে চাল এবং বিনামূল্যে সার দেবার কথা। ; কিন্তু, তখন তিনি প্রার্থী ছিলেন :-h কিন্তু এখন দেশনেত্রী হয়েছেন।

[-( তাই তার অপমান আমাদের অপমান। তার লজ্জা X_X , আমাদের লজ্জা X_X সারাদেশের মানুষ তার (মিথ্যা)কথাকে সত্য মনে করে ধোকা খেলেও আমার মনে হয় তার ভুল ঠিক করে নেবার এখনই সময়। *- আমরা জনগন আর কি করতে পারব। একটু পরামর্শতো অন্তত দিতে পারি। পরামর্শের অভাবে এখন তার রাঘব-বোয়াল$-) $-) মন্ত্রীদের পরামর্শ মত কথা বলতে হচ্ছে।

কথায় আছে, মন্ত্রীরা চলে রাজার কথায় আর যে দেশের কর্তা হয় রাণী সে দেশের রানী চলে মন্ত্রীদের কথায়। আমরা যদি পরামর্শ দিতে এগিয়ে আসতাম তবে তিনিও একটু হালকা হত আর জাতিও তার প্রতি কৃতজ্ঞ থাকত। হে আল্লাহ আমাদের মাথায় বুদ্ধি দাও, জ্ঞান দাও, কি পরামর্শ দেয়া যায় তা বলে দাও [-O< [-O< । যাই হোক, উনি ভুল করে আবেগের বসে নির্বাচনী প্রচারণার উত্তেজনায় হয়ত বলেই ফেলেছেন, কিন্তু আমরা এখন পরামর্শ দিয়ে তার বক্তব্য সত্য করে তুলতে পারি। তাইনা? আমি একটি প্রস্তাব আনছি, মাননীয় দেশনেত্রী, আপনি দেশের জনগনের কথা বিবেচনা করে চালের কেজি এখন যা আছে অর্থাৎ ৩৪-৪৫ টাকা, তার মূল্য ৮-১২টাকা করে দিতে পারেন।

অনেক চিন্তা ভাবনা করে আমার মাথায় দু'টি বুদ্ধি এলো, আজ থেকে জাতীয়ভাবে একপোয়া বা ২৫০গ্রামকে এককেজি ঘোষনা করতে পারেন। অথবা, এক টাকাকে চারআনা বা ২৫ পয়সা হিসেবে ঘোষনা দিতে পারেন। সুপ্রিয় দেশবাসী। আসুন আমাদের আরো সুচিন্তিত পরামর্শ দিয়ে আমাদের দেশনেত্রীকে অপদন্থ :-S :-S হওয়া থেকে রক্ষা করি, দেশের সম্মান বজায় রাখি। ------------------------------------------------------------------------ (বিঃদ্রঃ এ লেখার সাথে বাস্তবতার কোন মিল নাই।

থাকলে স্ব-ব্যাক্তি দায়ি। সে যেই হোননা কেন) সোবা লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.