আমাদের কথা খুঁজে নিন

   

বিন্দু বিন্দু সুখ।

সারাটা দিন বাসায় বসে কাটালাম। কোনো কাজ নেই। লাগাতার হরতাল পঙ্গু করে দিচ্ছে। বাসায় বসে ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে যাই। সন্ধ্যায় ভাবলাম একটু ঘুরে আসি।

উড়নচন্ডী ঘুরা। রাস্তার ল্যাম্পপোস্টগুলো কেবল মাত্র জ্বলতে শুরূ করেছে। বিকেলের শেষ আলোর সাথে ল্যাম্পপোষ্টের মাথায় বসে থাকা হলুদ আলোগুলি মাখামাখি হয়ে অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে। কেমন জানি ঘোরলাগা। খুবই খারাপ একটা অভ্যাস আছে আমার।

কখন যে গুন গুনিয়ে গলা দিয়ে গান বের হতে থাকে বুঝতেও পারি না। হয়তো বসে আছি কিংবা হাটছি। হটাৎ আবিস্কার করি আমি গান গাচ্ছি। মাঝে মাঝে খুবই বিব্রতকর অবস্হায় পড়তে হয় একারনে। সব কিছু সব পরিবেশে মানায় না।

শরীরে মেদ জমে যাচ্ছে মনে হচ্ছে। কোথাও ঘুরতে যাওয়া দরকার। দুরে কোথায়। পাহাড়, জঙ্গল কিংবা নদী। হাঁপিয়ে উঠছি চারদেয়ালের মাঝে।

কিন্তু এ ধরনের ভ্রমনে রবি ঠাকুরের "একলা চলো রে" নীতি মনে হয় খুব কাজের না। সংগী দরকার হয়। বন্ধু বান্ধব। মানুষের জীবনে অনেক গুলো পর্যায় থাকে। যার মধ্যে একটি পর্যায়ে প্রায় সারাটা সময়ই বন্ধু-বান্ধর আর আড্ডাবাজিতে কাটে।

সেই সময়টা হয়তো পার করে চলে আসছি। নতুন সময়টার সাথে তাই খুব একটা বন্ধুত্ব গড়তে পারছি না। যে কারনে এই উড়নচন্ডী মনোভাব। সবাই ব্যস্ত। কিংবা তাদের ব্যস্ততাকে নিয়ে ব্যস্ত।

কেউ বা নতুন সংসারের সাজানো গোছানো নিয়ে ব্যস্ত। এতো ব্যস্ততা অসহ্য লাগে। জীবনে অনেক কিছু না চাইতেই পেয়েছি। যা পেয়েছি তাতেই খুশি। খুব বেশি উচ্চাশা নেই।

তাই হয়তো ব্যস্ততাও কম। কিছু অপুর্ণতা থাকবেই। সবারই থাকে। আমি সেটা মেনে নিয়েছি। তাই হয়তো সুখী।

বোকা লোকদের অবশ্য দু:খ পাবার কারনের অভাব হয়না। আমি তাই ভালো আছি। অনেক ভালো। ** বি: দ্র: এটি একটি উড়নচন্ডী মার্কা লেখা। অনেক দিন কিছু লিখি না আর এই মুহুর্তে অনেক সময়।

তাই একটু সময় কাটানোর জন্য সময় নষ্ট করলাম। যারা সময় নষ্ট করে আমার এটা সময় নিয়ে পড়ে ভাববেন যে পুরো সময়টাই নষ্ট, তাদের কাছে হাত জোড় আমার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.