আমাদের কথা খুঁজে নিন

   

মূল্যবোধ, বিবেক এবং রাষ্ট্র।

আমি মনে প্রানে একালের তথাকথিত আধুনিক হওয়ার সর্বাত্বক চেষ্টা করেও সময়ানুপাতিক ধারায় ব্যর্থ। ব্যর্থতা কথাটি সবসময় লজ্জার। তবুও আমি আমার এই ব্যর্থতায় লজ্জিত নই। "বিশ্বাস" নামক শব্দটি অভিধান ছাড়াও আবর্তিত সমাজব্যবস্থায় আজও বিদ্যমান। চাওয়া-পাওয়ার ব্যবধান বাড়ছে।

ক্রমেই পুরু হচ্চে অবিশ্বাসের দেয়াল। এই অপ-শৃঙ্খলের বেড়াজালে আবদ্ধ প্রতিটি অনু-পরমানু। যান্ত্রিক সভ্যতার এই সময়টায়, মানুষ যান্ত্রিকতার নিরেট প্রকোষ্ঠে মুষ্টিবদ্ধ প্রবেশের প্রয়াসে তার মানবিক মূল্যবোধ হারিয়েছে। যুক্তি, প্রতিযুক্তি আর মূল্যোবোধের সংঘর্ষে মূল্যবোধগুলো প্রায়শই ঝাপসা হয়ে যাচ্ছে। বাস্তবতার সাথে অর্থনীতির সূই-সুতোর একটা সম্পর্ক আছে।

যদিও আজ পরস্পরের পরিপূরক সম্পর্কই সমাজের নৈতিকতা এবং সততা প্রশ্নবিদ্ধ করেছে। সম্পর্ক-সন্মান এবং ভালবাসা-মমত্বোবোধ এর মধ্যে একটা চমৎকার সেতুবন্ধন রয়েছে। যার প্রধান নিয়ামক হচ্ছে বিশ্বাস। আরেকটি হচ্ছে আস্থা। অন্যটি ব্যক্তিত্ব।

কিন্তু অবিশ্বাসের কালো থাবায় মেলবন্ধন প্রচন্ডরকম ক্ষতিগ্রস্থ। নৈতিকতা বিষর্জন, পারিবারিক কলহ, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস, দূর্নীতি ও অব্যবস্থাপনা এরই কূফল। ড.মো: শহীদুল্লাহ বলেছেন " যে দেশে গুনীর সমাদর নেই, সে দেশে গুনী জন্মাতে পারেনা"। জ্ঞানী, গুনী, ক্ষনজন্মাদের নি:ষোসিত সমাজব্যবস্থায় পরিচালিত একটি রাষ্ট্র উন্নয়ন ও প্রগতির সূচকে ঠিক কোথায় গিয়ে দাড়াতে পারবে? চলবে..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।