আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমের দেশেতে একা

দ্রোহের আগুনে উঠুক জ্বলে পথের হলদে নিয়ন বাতিরা ঘুমের দেশেতে একা নিঘুম জানালা ক্লান্ত দুচোখ আঁখি পল্লবে আঁকা। তোকেই ভাল বাসি বা না বাসি হয়তো অন্য কেউ কালো চুল আর মাতাল বাতাস কালচে জলের ঢেউ। তোর দুই চোখে বিস্ময়রাশি হয়তোবা অনুযোগ যে ক্ষনেতে বাঁধা হৃদয় মোদের অপূর্ব যোগাযোগ। সেই ক্ষন আজো বর্ণিল মনে রোজ নেড়েচেড়ে দেখি দেখতে দেখতে বছর পুরেছে তবু ভালবাসা শিখি। নতুন মনেতে, নতুন মানেতে লাগে যে নতুন রোজ সাঁঝ বেলা তাই তোর তরে আজ রাখছি ঘরের খোঁজ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।