আমাদের কথা খুঁজে নিন

   

~আধেক ঘুমের গান~

আমার এই পথ চাওয়াতেই আনন্দ
গানটা হঠাৎ কয়েকদিন খুব ভাল লাগছে। কেন জানি না। ঘুমে ঢুলতে ঢুলতে টাইপ করা। ভুলটুল হলে জানালে খুশি হব। আমি ঘুমাতে গেলাম।

গানটা শুনে দেখতে পারেন, সত্যিই খুব সুন্দর। শুভরাত্রী। আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়, শ্রান্ত ভালে যুঁথির মালে পরশে মৃদু বায়। । বনের ছায়া মনের সাথি বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতি না চাহি ফিরে পিছু।

। বেনুর পাতা মিশায় গাঁথা নিরব ভাবনায়, শ্রান্ত ভালে যুঁথির মালে পরশে মৃদু বায়। মেঘের খেলা গগন তটে অলস লিপিলিকা, সুদূর কোন স্বরণ পটে জাগিল মরিচিকা। চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ আচল পেতে, শুন্য তলে গন্ধ ভেলা ভাসাই বাতাসেতে। কপত ডাকে মধুপ শাখে বিজন বেদনায়, শ্রান্ত ভালে যুঁথির মালে পরশে মৃদু বায়।

আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়, শ্রান্ত ভালে যুঁথির মালে পরশে মৃদু বায়। । ~গানটির লিংক~
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।