আমাদের কথা খুঁজে নিন

   

বুমেরাং

হারতে শিখিনি কোনদিন । হারবও না । হঠাৎ করে সবকিছু বদলাল । সারি সারি বৃক্ষ বক্ষে ধরা স্থানটুকু হঠাৎই পাল্টাল । যেটুক সবুজ ভরা ।

লুটিয়ে পড়ল কর্তিত বৃক্ষ , লুটিয়ে পড়ল সবুজ আলোর বক্ষ । লুটিয়ে পড়ল জায়গাটুকুর সুন্দর,সজীবময়তা , সিগ্ন ভোর । মাথা তুলল কংক্রিটের মস্ত দালান কোঠার কৃত্রিমতা । মাথা তুলল গ্রিনহাউস গ্যাস । মাথা তুলল দুষণীয় পরিবেশ ।

ঠিক এই ভাবে শহর হল । আস্তে আস্তে নিরব,নিভূতে । কিন্তু সবুজের বুকফাটা আর্তনাদে , কেউই কান দিল না তাতে । এই ভাবে আস্তে আস্তেই শেষ দরজায় টোকা দিতে চলল শহর । নাকি মানুষের তৈরী সে এক বুমেরাং কংক্রিটের যান্ত্রিক আস্তাকুর ।

------------------। --------------------- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।