আমাদের কথা খুঁজে নিন

   

বুমেরাং

ফেস বুক থেকে সংগ্রহ "৭১" এর মুক্তিযুদ্ধের খেতাব বঞ্চিত একমাত্র সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী, স্বাধীনতার পরে লুটের মাল বয়ে নেয়া ভারতের গাড়ী বহরকে যশোরে বাধাদানকারী বীর সেনানী 'মেজর জলিলের' এইমাত্র গতকাল হয়ে যাওয়া ১৯শে নভেম্বর ছিল মৃত্যবার্ষিকী। মেজর জলিল ৯ নং সেক্টরের কমান্ডার ছিলেন। দক্ষিনাঞ্চল ছিল তার যুদ্ধক্ষেত্র। স্বাধীনতার পরে বাংলাদেশের লুটের মাল বয়ে নেয়া ভারতের গাড়ী বহরকে যশোরে বাধাদানের কারনে তৎকালীন ভারতের প্রতি অনুগত সরকার ১৯৭১ সালের ৩১শে ডিসেম্বর বেলা ১১ টায় তাকে বন্দী করে। যে দেশকে লড়াই করে তিনি স্বাধীন করলেন সেই দেশের প্রথম রাজবন্দী হলেন দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে।

কী নির্মম পরিহাস ! পাঁচ মাস ছয়দিন বন্দী থাকার পর ১৯৭২ সালের ৭ ই জুলাই তিনি মুক্তিলাভ করেন। ..১৯৭৪ সালের ১৭ ই মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচীতে পুলিশ গুলি করলে বেশ কয়েকজন নিহত হয়। মেজর জলিলও আহত হন। এ সময় মুজিব সরকার তাকে গ্রেফতার করে। ১৯৭৫ সালের ৮ই নভেম্বর মুক্তি লাভ করেন।

.....জিয়ার সামরিক সরকারের আমলেও তাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রায় সাড়ে ৪ বছর তিনি কারাভোগ করেন। ...এভাবেই স্বাধীনচেতা মানুষগুলোকে সাম্রাজ্যবাদী শক্তির দোসরেরা দমিয়ে রাখতে চায়। আর তাদের উত্তরাধিকারেরা সেই ইতিহাস মুছে দিতে চায়। ভারতীয় আগ্রাসনের এই প্রেক্ষাপটে তাকে স্মরন করছি পরম শ্রদ্ধায়! জাতি তার সত্যিকারের দেশপ্রেমিক সন্তানদের ভুলে গিয়ে আজ কোন সর্বনাশের দিকে ধাবিত হচ্ছে? এই প্রশ্ন মনে জাগে।

পোষ্ট কৃতজ্ঞতা- @ Onindo Shahadat — with Durul Hoda, Razib Al Mamun, Introvert Muhaimin, Ashekur Rahman Razib, Murshed Alam, Muhaiminul Islam Jaan and UnBorn Sani. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।