আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়োজনে এক বছর হরতাল ডাকতে চান আমিনী

জীবন চলে যায়........ বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা যত আস্ফাালনই করুন না কেন, তার পতন হবেই। তার পতন ঘটাতে প্রয়োজনে এক বছর হরতাল ডাকতে হবে। ’ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, এতে আমার কোনো সন্দেহ নেই। ’ আর এ গুমের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের নাটক করা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর লালবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুফতি আমিনী বলেন, ‘পত্রিকায় দেখেছি ভারত থেকে ১০০ প্রশিক্ষিত কমান্ডো বাংলাদেশে এসেছে। সরকার এ খবরের কোনো প্রতিবাদ করেনি। আমার বিশ্বাস এরাই শেখ হাসিনার নির্দেশে দেশে খুন, গুম করছে। ’ তাচ্ছিল্য করে তিনি বলেন, কমান্ডোদের মানুষ চিনতে পারলে তাদের ফুলের মালা দিয়ে স্বাগত জানাবে।

সরকারদলীয় এক নেতা গতকাল বলেছিলেন, এক মামলায় বিরোধী দলের আন্দোলন ঠান্ডা হয়ে গেছে। ওই নেতার কথার পরিপ্রেক্ষিতে মুফতি আমিনী বলেন, ‘কেমন ঠান্ডা হয়েছে ইনশাআল্লাহ দেখবা। ’ একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করার মামলার তীব্র সমালোচনা করেন। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব আবদুল লতিফ নেজামী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ তৈয়ব, কেন্দ্রীয় নেতা আহলুল্লাহ ওয়াছেল, মহানগর কমিটির সভাপতি আবুল কাশেমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.