আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের প্রয়োজনে কবিতা......

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... স্বপ্ন ছিল তোমার পাশে থাকব, তোমাকে সবসময় হাসিখুশি দেখব। আশা ছিল তোমার জীবন সাথী না হয়ে তোমার বন্ধুর সারথী হব। যখন এই স্বপ্ন গুলো বুনছিলে তুমি, আমি একাকি পাল তুলে দিয়েছি তোমার জন্য। উড়তে চাইনি পাখির মত ডানা মেলে, ডানা গুলো ছিল নিশ্চুপ। উড়ার ও প্রয়োজন পড়ে নি।

ব্যস্ত জীবনের মাঝে একাকী সময়টুকু ও একাকিত্ত অনুভব করার আগেই তুমি হাজির। বড়ই জেদী ছিলে, আর কেয়ারিং ও ছিলে। ছিল না শুধু আমাকে ভুলে থাকার এক মূহুর্ত প্রয়াস। জেদের পাশাপাশি তোমর কমিটমেন্টও ছিল দারুন উপোভগ্য। স্পষ্টভাষিতাই ছিল তোমার ব্যক্তিত্বের পরিচায়ক।

শেষ বার যখন তোমার সাথে কথা হয়েছিল যেবার তুমি চলে যাওয়ার সময় তোমার অবর্তমানে অন্য একজন কে আমার সামনে দিয়ে গিয়েছিলে, হাসি মুখে আমি যাকে গ্রহন করেছিলাম তোমারই প্রতিবিম্ব নয় তুমিই হিসেবে, যদিও মনের মাঝে প্রবল এক আশঙ্কা ছিল এই তুমি হয়ত পারবে না সেই তুমি হতে। হয়েছে ও তাই। শুরুর দিকে তোমার মন বুঝে চলার চেষ্টা করেছি। বাচন ভঙ্গিতে ও ছিল তোমর পছন্দের ফুলঝুড়ি। তারপরও তোমাকে আগের মত পাইনি।

তোমার অপ্রিয় হলেও সত্য বাক্যটুকু উচ্চারন থেকে বিরত রেখেছিলাম নিজকে। সময় দিয়েছিলাম সত্যটুকু তোমর মত করে সাজিয়ে নিতে। সময় খুবই নিষ্ঠুর । সেই একবার চলে গেলে আর আসে না। আবার নতুন করে হাজির হয় প্রতিনিয়ত।

সেই সময় তোমায় আমি দিয়েছিলাম প্রতিনিয়ত। তুমি কতটুকু মানিয়ে নিতে পেরছ বাস্তবতার সাথে বা তোমর জীবনের চরম সত্যের সাথে তা আমি জানি না। কিন্তু আমি মেনে নিয়েছিলাম সবকিছুই। তুমি যদিও আমাকে বলতে একরকম আর তোমার সব কাজই বিপরীত ছিল, যা ছিল তোমার ব্যক্তিত্বের পরিচায়ক আজ তাই তোমর মাঝে অতীত। কেউ খুজেও পাবেনা সেই তুমি কি।

সময়ের তরী যখন তীরে ভেড়ার অপেক্ষায় তখন তুমি যে বাক্যগুলো উচ্চারন করেছিলে তা ছিল কল্পনাতীত। ভাবতেও পারিনি, আমার সাথে কথা বল্লে তোমার মেজাজ খারপ হয়, সে কারনে তুমি আমার সাথে কথা বল না। যদিও আমি এমন কিছু বলিনি বা করিনি যা তোমার মেজাজ খারাপ হয়। আর তোমার মেজাজ খারাপ করার কোন ইচ্ছা ছিল না, তাই বেক করলাম আমার আগের সেই তুমি কে খোঁজার জন্য। জানি পাব না...কিন্তু খুঁজব।

যদি ও বা পাই। আর এরই মাঝে আমাকে চেপে ধরেছে একাকিত্বতা। তাই একাকিত্বতাকে ভুলার জন্য উড়িয়েছি ডানা। সীমাহীন আকাশের মাঝে খুঁজে পেয়েছি কবিতাকে। আমার কবিতাগুলোর পাশাপাশি এখন নতুন কবিতার সন্ধানে নেমেছি।

নিজেকে আপতত তাই নিমজ্জিত করতে চাই কবিতার মাঝে। এক সময় অনেক কবিতা লিখতাম, ব্যস্ততার কারনে ছেড়ে দিয়েছি। তাই কবিতা কে নিয়েই এখন আবার একাকিত্বটা গুছাব। বেরিয়ে পড়ব প্রতিদিনের বস্ত্যতার গন্ডি থেকে। বিঃদ্রঃ - ডায়েরীর পাতা থেকে।

শাওন শেষ বার লিখেছিল ২৯/৬/২০১১ইং তারিখে। এর পর আর তাকে আমরা খুজে পাইনি। আজ ২৯/৬/২০১২ এক বছর পর তার ডায়েরির শেষ কথা গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।