আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়াস বিষয়ে ফান করে হিট আর মন্তব্য নেয়ার চেষ্টা করছে কিছূ বেনামী ব্লগার: সামুর উচিত বিষয়টি পর্যবেক্ষণ করা

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা সামুতে সবাই মনের কথা ব্যক্ত করতে পারছে। এটা গণতন্ত্রের আর একটি দীপশিখা। এখানে সবাই বিভিন্ন ধরনের লেখা আপলোড করতে পারছে। কিন্তু আমার কাছে একটা বিষয় খুব খারাপ লাগছে সেটা হচ্ছে ইদানিং সামুতে অনেক সিরিয়াস বিষয়ে ফান করে লেখা হচ্ছে যা আইন-গতভাবে সমীচীন নয়। সিরিয়াস বিষয় নিয়ে মজা করে অনেকে হিট আর মন্তব্য নেয়ার জন্য করছে।

যেটা নিছক প্রতারণা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। অবশ্যেই প্রত্যেকেরই অধিকার রয়েছে যেকোন বিষয় নিয়ে লেখা তবে সেনসেটিভ বিষয় নিয়ে প্লিজ কোন ফেইক করবেন না। এটা অনেকের কাছে অপমানজনক। আর সামুর কাছে আবেদন করছি আপনেরা এই বিষয়টার উপর একটু নজর দিন। ব্লগারদের নৈতিকতার স্বীকৃতি স্বরুপ এই ধরনের লেখাকে পরিত্যাগ করতে নোটিশ করুন।

ফান করার লেখার আগে শিরোনামে লেখা উচিত এটা ফানবকস। অবশ্য আমার এই লেখায় এই বিদ্বেষীময় ব্লগরা বাঁজে বাঁজে মন্তব্য করবেন। তাই তাদের কাছে অনুরোধ বিষয়টি একটু ভেবে দেখুন আপনার কিছূ ফান করার জন্য সিরিয়াস কোন কথা আপনি কতটা সিরিয়াস ভাবে উপস্থাপন করছেন....। তাছাড়া অধিকাংশ ব্লগরা তাদের মহামূল্যবান নাম খানি লেখছি ঝড়াপাতা, বৃষ্টির বণ্যা, অসম প্রেম.......আর কতো কি?..িএগুলো নিয়ে কখনো গণতন্ত্র হতে পারে না। তাই সামুকে আবারো অনুরোধ জানায় লেখকদের জন্য পুণ্য নাম আর লেখার জন্য কোন ফান যেন না হয়........ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।