আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ও .(সিরিয়াস ব্যপার)

সময় এর আনন্দ শুধু সময় এর প্রাপ্তি। ।

আজ কাল শেয়ার মার্কেট এর কথা কারো অজানা নাই। লাখ লাখ মানুষ পথে বসেছে। হাজার হাজার পরিবার ভুগছে।

অনেকের ই পরিবার শেয়ার ব্যবসা নির্ভর। মাল সাহেব বলছেন ''তার এবং এস.ই সি এর ভুল কিছু সিদ্ধান্তের কারনে আজকে শেয়ার মার্কেট এর এই অবস্থা। ' কিন্তু আমার কথা হচ্ছে এভাবে কি যে মানুষগুলো পথে বসেছে তাদের কোনো উন্নতি হবে?। মনে হয় না। এখন আসি এম এল এম এর কথায়।

ডেষ্টিনি ২০০০ এর কথা কারো রি অজানা নয়। যেখানে টিকে থাকতে হলে নানা রকম ছ্যাচরামি করতে হয়। মানুষ কে ডেকে ডেকে হাত একে একে দেখাতে হয়। এত কিছুর পর ও বন্ধ হয়নি ডেষ্টিনি ২০০০। দিন দিন বিস্তার লাভ করছে।

সরকার এখন আবার খেপে গেছে ইউনিপে এর উপর। সমস্যা হল তারা কেন ১০ মাস এ ডাবল টাকা দেয়। ইউনিপে মানুষের টাকা দিয়ে যে ব্যবসা করে তাতে তাদের পক্ষে দেয়া সম্ভব তাই তারা দেয়। এখন আর কিছুই হবে না শুধু ১০ মাসের টা বদলে হয়তো ২০ মাসের হবে। কারন একটাই সরকার এর উচ্চপর্যায়ের ঘুষখেকো গুলোকে ঘুষ দাও।

তাহলে ই সব ঠিক। এবার আসি স্পিক এশিয়ার কথায়। বিভিন্ন কোম্পানি লাখ লাখ টাকা খরচ করে তাদের প্রডাক্ট সার্ভে করার পিছোনে। স্পিক এশিয়া সেই কোম্পানিগুলোর সার্ভে করার বিনিময় এ জনগন কে টাকা দেয়। কিন্তু এটা ও অনেকের কাছে গ্রহন যোগ্য নয়।

স্পিক এশিয়া এবং ইউনিপে দুটি ভিনদেশি কোম্পানি। বাংলাদেশি কোনো নাগরিক যদি ১৫০০০ টাকায় বছরে ৬০০০০ টাকা অথবা ১০০০০০ টাকায় ১০ মাসে ২০০০০০ টাকা পায়। তাহলে এখানে কি মানির ইনফ্লো হচ্ছে না। দেশের অর্থনিতী প্রবৃদ্ধি অর্জন করছে না? grameen phone, axiata,docomo airtel যখন দেশ থেকে কোটি কোতি টাকা মুনাফা নিয়ে যাচ্ছে তখন টেলিটক এর কি কনজ্যুমার ধরার ক্ষমতা নেই । নাকি এখানে অন্য কোনো শক্তি কাজ করে যারা চায় না টেলিটক কখনও উন্নতি করুক।

বিদেশি কোপ্মানি গুলর কাছ থেকে ঘুষ খেতে খেতে এখন কারোরি আর কিছু করার চিন্তা নাই। সবাই খুশি। long term এর জন্য আমরা যদি চিন্তা করি ত এখানে ক্ষতি কার হচ্ছে। অবশ্যই আমার দেশ এর। এখন অনেকে বলতে পারেন আমাদের দেশে এগুলো বিদেশি কোম্পানি ব্যবসা না করলে বাংলাদেশ এর অনেক মানুষ ই বেকার থাকত।

কথা সত্যি। আসলেই থাকত। উন্নত বিশ্বের প্রতিটা দেশ বৈদেশিক বিনিয়োগের নিতিমালা দেশ এর পক্ষে। কিন্তু বাংলাদেশ এর নিতীমালা কোম্পানিগুল ঠিক করে নিজেদের মত । অবশ্যই ঘুষ দিয়ে।

কানাডা তে বৈ্দেশিক কোম্পানি তার লাভ এর ৭০% কানাডা তে বিনিয়গের শর্তে বিনিয়োগের অনুমতি পায়। যাক সে পুরনো কথা,এখন আসল কথা হল মানুষ যখন স্পিক এশিয়া এবং ইউনিপে এর মতো কোম্পানীগুলোতে বিনিয়োগ করে বেশি অর্থ উপার্জন করতে পারে সেখানে সরকার যা করতে পারে তা হল সুষ্ঠ নিতীমালা প্রয়োগ করা যাতে দেশ এর মানুষ পথে না বসে। কোনো ভাবে যাতে ধোকা না খায়। কিন্তু তা করবে না। শুধু থাকবে ঘুষ এর আশায়।

কিছুই হওয়া সম্ভব না এইখানে। ফালতু মানুষ এ দেশ ভরা...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.