আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়াস কিছু কথা.........

You either die a hero or you live long enough to see yourself become the villain.

ব্লগে আমি নতুন। খুব বেশিদিন হয়নি নিয়মিত ব্লগ পড়ছি। সাধারণত গল্প, রম্য কিংবা আউল-ফাউল পোষ্টগুলোই বেশি পড়ি। কিছু পোষ্ট এড়িয়ে চলার চেষ্টা করি, বিশেষ করে BAL vs BNP টাইপ পোষ্টগুলো। কারণ এগুলো পড়লে মনে হয়,"হায়রে গৃহপালিত পশুর খামারের নতুন সদস্য হইলাম নাকি? চারিদিকে এত গরু ছাগল ক্যান?" অন্যান্য দেশে যখন সরকারী এবং বিরোধীদল একসাথে কাজ করে দেশকে উন্নত করে তুলছে, সেখানে আমরা শুধু কাঁদা ছোড়াছুড়ি করতেই ব্যস্ত।

আমাদের নেতারা যে আমাদেরকে "আবেগের অস্ত্র" বানায়ে রাখছে এটা বুঝতে খুব বেশি বুদ্ধি লাগেনা। আমরা জেনেও তার প্রতিকার করতে চাইনা। শুধু চাই নিজর দল দেশকে নরক বানালেও তাদেরকে আমরা আবার ভোট দেই। আর ব্লগে দেখলাম কিছু অতিশিক্ষিত(!!!) ব্লগার নিজের দলের সবাইকে ফেরেস্তারূপ দানে ব্যস্ত। অতিশিক্ষত বলছি এইজন্য যে তারা নিজেকে এতটাই শিক্ষিত মনে করেন যে অন্য কেউ তাকে সঠিক তথ্য দিলে তা বিশ্বাস করেন না, সবকিছু তাদের দেখানোর পরও তাদের একটাই কথা,"তারগাছটা আমার!!" তারা অন্য দলগুলোর কে কোন খারাপ কাজ করছে এটাই বারবার বলেন, কিন্তু নিজর দল কখনও ভুল(ইচ্ছাকৃতভাবে হলেও সেটা ভুল!!!) করলে সেটাকে সঠিক বলে প্রমাণ করেই ছাড়বেন, বারবার তুলনা করবেন অন্য দলের ভুলগুলোর সাথে।

আরও খারাপ লাগে যখন দেখি দেশের দুই সেরা নেতা- শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে নিয়ে কাঁদা ছোড়াছুড়ি করা হয়। ভাববেন না এদের দুইজনকে দেবদূত বানায়ে ফেলতেছি। দেশের জন্য এদের অবদানের কথা ভেবেই সেরা বলছি, কারণ এরা ভাল করুক আর খারাপ করুক দুই অস্থির সময়ে এইজনের নেতৃত্বেই আমরা আশা ফিরে পেয়েছি। এইজন্য সবাইকে বলি, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, তবে কেন সবসময় খারাপটার কাছ থেকে? তাদের ভালো কাজগুলো থেকে শিক্ষা নিতে সবার বাঁধে কেন? শুধু শুধু পুরনো কাঁদা না ঘেটে, দল না যদি আমরা একটু দেশের জন্য ভাবি তাহলে কি খুব খারাপ হবে???? নাহ! আর লিখতে ইচ্ছা করছে না। বেশি ভারী কথা বলে ফেললাম মনে হচ্ছে।

(কয়দিন আগে সেফ ব্লগার হইছি। এই পোষ্টটি প্রথম পাতায় যায় কিনা দেখার জন্য, একটু পরীক্ষা করছি। মডুর মতিগতি তো বুঝা দায়, কখন কারে কোন প‌্যাচে ফেলায় তার তোকোন ঠিক নাই। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।