আমাদের কথা খুঁজে নিন

   

রঙিন

http://www.facebook.com/reyad.parvez.3 ছোট ছেলেটা একমনে বৃত্ত আঁকছে, কি মনে হল- একে দিল বৃত্তের ভেতর দুখানা বিন্দু. যেন দুটি চোখ, নিচে টেনে দিল একটি বাঁকা দাগ- হয়ে গেল হাসিমুখ. সপাং করে বেত নেমে এলো পিঠ বরাবর, ছেলেটি চোখ তুলে তাকালো- রাগত মাস্টারের ক্রোধ মনে ভয় ঢুকিয়ে দেয়. টপ টপ করে দু ফোঁটা অশ্রু পড়ে হাসিমুখে- সে নতুন করে বৃত্ত আঁকে, আঁকে ত্রিভুজ, পরদিন যে তার পরীক্ষা. পরীক্ষা শেষ হওয়া মাত্রই একছুটে বসে পড়ে খাতা হাতে- একের পর এক বৃত্ত এঁকে চলে- সৃষ্টি হয় অসংখ্য হাসিমুখের, ছেলেটা ফিক করে হেসে ফেলে, পুরোন হাসিমুখটা যে তার দিকেই চেয়ে হাসছে. রঙিন ০৯.০৪.২০১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।