আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণার প্রদীপ

প্রদীপ যতই বিলিয়ে যাক আলো তার ঠিক নীচেই থাকে অন্ধকারের কালো নিজে জ্বলে পুরে হয় ছাড়খার নিজেরে বিলিয়ে করে আলোকিত চারিধার রাত্রির বুক চিরে হঠায় আঁধার তবু ঠিক তার নীচেই রয়ে যায়; অপার অন্ধকার। তীব্র ঘৃণা মনের ভেতর যতটুকু সয় তারই অপর পিঠে একটুখানি ভালোবাসা জেগে রয় অভিমান থেকে অনুরাগ, তারই থেকে ঘৃণা মনের মাঝে বয়ে চলে রাগের সুর বীণা যতই সরিয়ে দিতে চায় মন থেকে তারে ভালোবাসা উঁকি মারে তবুও হৃদয়ে বারে বারে ভালোবাসার মালা পড়েছে যে গলে একবারে ঘৃণার সাধ্য কি আছে ভুলে যেতে তারে। আলোকিত প্রদীপের ঠিক নিচেই অন্ধকারের চির বসবাস ঘৃণার অপর পাতায় তেমনি করেই একটুখানি ভালোবাসার রয়ে যায় বাস। প্রদীপও যে ভুল করে সরাতে অন্ধকার আর বোকা মানুষগুলোতো কোন ছাড় ভুল করে ভালোবেসে একবার কিংবা ভুল পথে বার বার ভুল করে ভালোবাসার বিষ যে করেছে পান ঘৃণার আগুনে জ্বলেছে সে যে রাত্রি দিনমান ঘৃণার মাঝেই বসবাস আর যাপিত জীবন তার তবু মরন কি হয় কভু ভালোবাসার!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।