আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণার সাধনা

বিস্ময় মুছে দিও না...

কামনার জন্য কি সাধনার দরকার? প্রেমের জন্য? সেটাতো বুড়োদের কাজ- আমাদের হাতে আছে অঢেল যৌবন। আসো প্রিয়া ধ্যানি হই মন্ত্র উচ্চারণে করি নিষ্কাম পল্লবীর সাধণা বর্ষায়, গানে, জ্যোৎস্নায় অষ্টপ্রহর; না না, কোনো সুফী সাধক নয়, নয় ওই বুড়ো রবীন্দ্রনাথ- আসো আমরা থু থু ছিটাই ঠিল ছুড়ি একে অন্যের দিকে, মনোযোগি হই বল্লম খেলায়, জানোয়ারের শিং খুঁজি ফসিলের ভিতর নিবিষ্ট অনুসন্ধানে। বাইসন কি হিংস্র ছিলো? দেখেতো ভদ্র মনে হয়- শিংগুলো যেনো সুবোধ শিল্প। আসো আমরা হিংস্র হই বাইসনের মতো শিকার হই জংলী মানব সারল্যে, নেচে মাতাই ডায়নোসিয়ার ভজনশালা ভোজনালয়ে হবো আমরা দেবতা। আমারা সাধক হবো প্রেমের নয় প্রেমহীনতার যৌবনে পুড়ে হবো ঘৃণার অবতার। ২১/০৮/১০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।