আমাদের কথা খুঁজে নিন

   

কিবরিয়া হত্যা মামলায় হুজি সদস্য মিজানুর রহমান মিঠু গ্রেফতার



হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় বাজার থেকে কিবরিয়া হত্যা মামলার এজহারভূক্ত আসামী হরকাতুল জিহাদ সদস্য মিজানুর রহমান মিঠুকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রোববার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৯ এর জঙ্গী অপারেশনের দায়িত্বশীল অফিসার জানান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সিকান্দরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মিঠু (২৩) গ্রেফতার হওয়ার পর হরকাতুল জিহাদের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ডের এজহারভূক্ত আসামী হওয়ার পর সে পলাতক ছিল। সিকান্দরপুর গ্রামের লোকজনের সাথে যোগাযোগ করলে জানা যায়, মিঠু এলাকার একটি কওমী মাদ্রাসায় লেখাপড়া শেষে বাড়ি থেকে ফিরে আসে।

প্রায় ৩ বছর পূর্বে সেনাবাহিনী তাকে নবীগঞ্জ উপজেলার দিনারপুরের পাহাড় থেকে প্রশিক্ষণকালে গ্রেফতার করেছিল। র‌্যাব-৯ জানায়, গত ৭ মার্চ একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার নবিগঞ্জ থানাধীন ছোট আলী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে প্রয়াত অর্থ মন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার ১১ নাম্বার আসামী ও গ্রেনেড নিক্ষেপকারী মিজানুর রহমান (২৪), পিতাঃ মৃত-গোলাম মোস্তফা (ওছতার মিয়া), সাং-সেকান্দরপুর, ডাকঃ আলীগঞ্জ, থানাঃ বানিয়াচং, জেলাঃ হবিগঞ্জ কে গ্রেফতার করে। তার নামের মামলা নং-২৭ হবিগঞ্জ সদর থানা তারিখ ২৮/০১/০৫ইং ধারা ৩২৪/৩২৬/৩০২/৩০৭। সিআইডি উপর এই মামলা তদন্তের ভার অর্পিত আছে। তদন্তাধীন মামলা পরিচালনার জন্য আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.