আমাদের কথা খুঁজে নিন

   

এরা কি মানুষের বাচ্চা? এদের গনতান্ত্রিক অধিকার (স্বাধীন পিকেটিং) নিশ্চিতের জন্য সবার একটা করে বুলেটপ্রুফ গাড়ি দরকার

কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। গাড়ির ভেতরে বিভিন্ন বয়সী নারী পুরুষ বসে আছে। কেউবা তার চাকরি বাঁচানোর জন্য হরতাল উপেক্ষা করে বাসে চড়েছেন। কেউ বা তার অসুস্থ আত্মীয়কে দেখতে হাসপাতালে যাচ্ছে।

এমন অবস্থায় একদল পিকেটার গাড়ীকে লক্ষ্য্ করে ইট পাটকেল ছুড়তে শুরু করল। বাসের জানালা ফেটে কারো চোখে গ্লাস ঢুকল, কারো মাথা ফেটে গেল। বাহ কি সুন্দর সভ্য সমাজের গনতান্ত্রিক ব্যবস্থা! সুশীল সমাজের কাছে আমার প্রশ্ন, গনতন্ত্র আমাদের কি দিল? আমাদের রাজনৈতিক ব্যক্তিগন কি আমাদের গনতন্ত্রকে একদল (?)রের বাচ্চার হাতে তুলে দিচ্ছেন না? লোক দেখানো গনতন্ত্রের নামে সত্যিকারের গনতন্ত্রকে হত্যা করছেন না? গনতন্ত্র মানে কি? আমি তো মনে করি স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করা এবংস্বাধীনভাবে কথা বলার অধিকার পাওয়ার অপর নাম-ই গনতন্ত্র। আপনাদের কাছে গনতন্ত্রের অর্থ জানতে চাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর সমীপে প্রার্থনা করছি, প্লিজ দয়া করে পিকেটারদের হাতে সাধারন মানুষের মাথা ফাটানোর লাইসেন্স তুলে দেয়ার রাজনীতি বন্ধে বিশেষ পদক্ষেপ নিন।

আমি নির্দিষ্ট কোন দলকে আক্রমন করে লেখাটা লিখিনি। সুতরাং, আমাকে কোন দলের দালাল বানাবেন না দয়া করে। আমি সেসব সাধারন মানুষকে লেখাটা উতসর্গ করলাম, হরতাল হলেও যাদের বুলেটপ্রুফ গাড়ি ছাড়াই রাস্তায় বের হতে হয়। ছবি: বাঙলানিউজ ২৪  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.