আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যাস্ত এবং একটি অনাহূত লাশ

আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা । ঘন্টা থেকে মিনিট , অতঃপর সেই সময় সেকেন্ডে এসে ঠায় দাঁড়িয়ে পড়েছে । যখন সে ভাবছিলো তার চুলগুলো এখনো কুচকুচে কালো আছে , তার চোখ দুটো আজও হারায়নি অন্যরা যা খোলা চোখে দেখেনা তা দেখে নেবার অদম্য স্পৃহা , সূর্যাস্তের শেষ আলো তাকে বরন করেছিলো নিবিড় মমতায় । অস্ফূট স্বরে বলতে পেরেছিলো তোমরা দেখো আমার রক্তও লাল , আমি অনেক ভালোবাসতাম চিন্তা করতে , কিন্তু তোমরা দিলেনা । তার চারপাশে ঘুরতে থাকা মাছিগুলো সাথে দূর থেকে ছুটে আসা কুকুরটি ছাড়া মানুষটির সঙ্গী আর কেউ হতে চেয়েছিলো এই কথাটি আমরা কেউ বলতে পারিনি ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।