আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোয় জনাব আব্দুল মান্নানের লেখা "ইলিয়াস আলীর দীর্ঘায়ু কামনা করি" কলমের প্রেক্ষিতে

Click This Link আব্দুল মান্নান স্যার, আপনি ইনিয়ে বিনিয়ে অনেক কথা বললেন, কিন্তু কি বোঝাতে চাইলেন তা কিন্তু পরিষ্কার হলনা। আপনি নিজেও কি তা বুঝতে পেরেছেন ? নাকি বোঝার জন্য যাদের লেজুড়বৃত্তি করে একসময় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ক্ষমতা বগলদাবা করেছিলেন তাদের কাছে যেতে হবে ?ইলিয়াছ আলীর অতীত অপরাধের জন্য তাকে গুম করে দিতে হবে ? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি অতীতে কোন অপরাধ করেননি তা যত বড় বা ছোটই হোক ? পারবেন না আমি বাজি ধরে বলতে পারি। তাহলে যদি আপনিও গুম হয়ে গেলে কারো কিছু বলার থাকেনা। আর শুধু ইলিয়াছ কেন গত এক বছরে শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন, তাদের কারো কারো লাশ ফিরিয়ে দেওয়া ছাড়া সরকার কিছুই করতে পারেনি। জনগনের দুর্ভোগ লাঘবে সরকার বিগত আমলের দোষ দেওয়া ছাড়া আর কি করতে পেরেছে।

একজন নাগরিকের সকালের বাজার করা দিয়ে শুরু হয় দুর্ভোগ। লাগামহীনভাবে বৃদ্ধিপ্রাপ্ত মুল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে পকেট খালি করে বাসায় ফিরে পড়তে হয় লোডশেডিং নামের কালোথাবার কবলে। তারপর ঘামে ভিজতে ভিজতে অফিস যাবার প্রস্তুতি। দশ মিনিটের পথ ট্রাফিক-জ্যাম নামক জঙ্গলের কবলে পড়ে পাড়ি দিতে ঘন্টা পেরিয়ে যায়। এতো কষ্ট করে যে অফিসে আসলেন তা ঘুষ আর দুর্নীতিতে ছয়লাব।

সতভাবে কাজ করে জীবনে উন্নতির কোন আশা নেই। হয় দুর্নীতি-লেজুড়বৃত্তি করে আখের গোছাও নয়তো সতভাবে ধুকে ধুকে জীবন পার করো। আর একদিন দেখবেন আপনার পরিশ্রমের অর্থ কোন বিড়ালের থলেতে ভরে চলে যাচ্ছে কোন না কোন ভাগাড়ে। বিএনপি তো বিরোধীদল হিসেবে ব্যর্থ, তারা সরকারের কোন অন্যায়ের বিরুদ্ধই ঠিকমত প্রতিবাদ করতে পারেনি, আন্দোলন করতে পারেনি। আগুনটা যখন নিজের ঘরে লেগেছে তখনই শুধু তারা কঠোর হয়েছে।

আর আমরা বোকা ভীরু জনগন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিপরিতে যে সাময়িক কষ্টের শিকার হতে পারে তার ভয় সারাজীবনের কষ্টটাকে বুকে ধরে থাকি। জনগনের তো উচিত নিজের অধিকারের জন্য স্বতস্ফুর্তভাবে আন্দোলনে এগিয়ে যাওয়া। আমরা জনগন সবসময় আশা করি উপর থেকে কেউ এসে আমাদের উদ্ধার করে দিয়ে যাবে, আর আমরা শুধু নিরাপদে বসে তার ফল উপভোগ করব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.