আমাদের কথা খুঁজে নিন

   

আসুন নিজে নিজে শিখি MS OFFICE 2007 পর্ব-২

যারা প্রথম পর্ব দেখতে চান,তাদের জন্য আসুন নিজে নিজে শিখি MS OFFICE 2007 পর্ব-১ এবার আমরা insert ট্যাব নিয়ে বিস্তারিত আলোচনা করবো। • Cover page:আপনার ডকুমেন্ট এর কভার পেজ এর স্টাইল এখান থাকে সিলেক্ট করতে পারেন। Cover page উপর ক্লিক করুন এরকম লিস্ট শো করবে। • Blank page:এখানে ক্লিক করলে নতুন একটি পেজ তৈরী হবে। • Page break: এখানে ক্লিক করলে পরবর্তী পেজ এ কারেন্ট পজিশন এ চলে যাবে।

• Table:এখানে আপনি টেবিল আঁকতে পারবেন।  চিত্রের বক্স থেকে যেকোনো একটা সিলেক্ট করে সহজে টেবিল ড্র করতে পারেন।  Insert table এ ক্লিক করে প্রয়োজনীয় row এবং column নাম্বার দিয়ে ok তে ক্লিক করুন,আপনার টেবিল হয়ে যাবে।  Draw table এ ক্লিক করে আপনার মনের মত টেবিল ড্র করতে পারবেন।  Quick table এ ক্লিক করে যেকোনো একটা ফরম্যাট এ ক্লিক করুন আপনার টেবিল ওই ফরম্যাট এ দেখতে পাবেন।

 Table design: ডিজাইন ট্যাব এ ক্লিক করলে এরকম স্ক্রীন আসবে,এখানে আপনার পছন্দ মত ডিজাইন করতে পারবেন। arrow sign এ ক্লিক করে সবগুলো টেবিল স্টাইল দেখতে পাবেন। পছন্দ মত একটা সিলেক্ট করতে পারেন।  Table format:layout ট্যাব সিলেক্ট করুন। নিচের মত স্ক্রীন আসবে।

 Select এ ক্লিক করে cell,column,row অথবা পুরো table সিলেক্ট করা যাবে।  View gridlines:টেবিল এর gridline হাইড এবং শো করে।  Properties:এখানে ক্লিক করলে টেবিল এর Properties দেখাবে। Properties >click borders and shading এখানে border এর শেইপ পরিবর্তন করা যাবে। আপনি চাইলে none সিলেক্ট করতে পারেন টেবিল এর কোন border দেখাবে না।

 Delete: cell ,column,row অথবা পুরো table ডিলিট করে দিতে পারবেন।  Insert Above:সিলেক্টেড row এর উপরে নতুন row যোগ করবে।  Insert Below: :সিলেক্টেড row এর নিচে নতুন row যোগ করবে।  Insert Left: সিলেক্টেড column এর বাম পাশে নতুন column যোগ করবে।  Insert Right: সিলেক্টেড column এর ডান পাশে নতুন column যোগ করবে।

 Merge Cells:কয়েকটা Cell সিলেক্ট করে Merge Cells এ ক্লিক করলে একটা Cell হয়ে যাবে।  Split cells: সিলেক্টেড Cell কে অনেক গুলো Cell এ রূপান্তরিত করবে।  Formula:টেবিল এ বিভিন্ন Formula(sum,average,count) যোগ করা যাবে।  Picture: আপনি যদি ডকুমেন্ট এ ছবি যোগ করতে চান তাহলে insert ট্যাব picture এর অপশনটি ব্যবহার করতে পারেন। picture এ ক্লিক করলে ফাইল এ লোকেশান চাওয়া হবে(আপনি ছবি যেখানে রেখেছেন সেই লোকেশান)সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ছবি সিলেক্ট করুন(file name এ আপনার পিকচার এ নাম চলে আসবে),এবার insert এ ক্লিক করুন।

ছবি ডকুমেন্ট এ যোগ হয়ে যাবে। সব ধরনের গ্রাফিক্স এর সাইজ ছোট,বড় করতে পারবেন। ডকুমেন্ট এর পিকচার সিলেক্ট করা থাকলে আপনি নতুন একটা format নামে ট্যাব দেখতে পাবেন। format ট্যাব এ ক্লিক করলে এরকম স্ক্রীন দেখতে পাবেন।  Brightness: পিকচার এর উজ্জল্য কমানো, বাড়ানো যাবে।

 Contrast:  Recolor: ছবির বিভিন্ন কালার পরিবর্তন করার জন্য।  Compress pictures: ছবির সাইজ কমানো।  Change picture: ছবি পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়।  Reset picture: ছবি পূর্বের অবস্তায় ফিরানোর জন্য।  Picture shape: ছবির আকৃতি পরিবর্তন করা যায়।

সাধারন্ত আয়তাকার আকৃতি থাকে।  Picture border: ছবির বর্ডার এর কালার পরিবর্তন করা যায়।  Picture effects: ছবির উপর বিভিন্ন effects এবং স্টাইল অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুবি মজার টুল এটা দিয়ে 3d rotation এবং আরও অনেক এফেক্ট দেয়া যাবে।  Position: ডকুমেন্ট এ ছবির পজিশন পরিবর্তনে ব্যবহার হয়।

 Rotate: ছবিকে পছন্দ মত উল্টাপাল্টা গুরাতে পারবেন।  Crop: ছবির অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়ার জন্য।  Height and Width: এখানে ছবির উচ্চতা এবং প্রস্ত সিলেক্ট করে দিতে পারবেন। আজকে এপর্যন্তই। ধন্যবাদ সবাইকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.