আমাদের কথা খুঁজে নিন

   

•|•মানুষের চুল গজালো টেকো ইঁদুরের মাথায়!•|•

টাক সমস্যায় ভুগতে থাকা মানুষের জন্য সুখবর নিয়ে এসেছেন জাপানের বিজ্ঞানীরা। এবার টেকো ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে তারা চুল গজাতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন। খবর সিবিএস নিউজ-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রযুক্তিগত এই সাফল্যের ফলে টাক মাথার মানুষরা ‘চুলময়’ ভবিষ্যতের সপ্ন দেখতে পারেন! নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা কেবল চুলই গজাতে সক্ষম হননি, বরং চুলের ঘনত্ব এবং রঙও নির্ধারণ করে দিতে সক্ষম হয়েছেন। গবেষণার ফলাফলে তারা লিখেছেন, তাদের গবেষণার ফলে বায়োইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে উন্নতি হয়েছে তার মাধ্যমে কোনো রোগ বা দুর্ঘটনার ফলে চুল পড়ার সমস্যার সমাধান করা সম্ভব হবে। সিবিএস নিউজ জানিয়েছে, গবেষকরা ইঁদুরের মধ্যে দু’ধরনের চুলের গ্রন্থিকোষ ঢুকিয়ে দিয়েছেন। তিন সপ্তাহ পরে ৭৪ শতাংশ গ্রন্থিকোষই কালো চুলে পরিণত হয়ে গজিয়ে উঠেছে। একই পদ্ধতিতে মানুষের চুলের গ্রন্থিকোষ যখন ইঁদুরের মধ্যে ঢুকানো হয়, তখন ইঁদুরের শরীরে মানুষের চুল গজিয়েছে। কেবল তাই নয়, একটি চুলের জীবনচক্র শেষে তা সাভাবিকভাবে পড়ে যাওয়ার পর সেই স্থানে আবারও চুল গজিয়েছে বলে গবেষকরা জানিয়েছেন ###বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এআইএস/এইচবি/এপ্রিল ২৩/১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.