আমাদের কথা খুঁজে নিন

   

একটি কল্পিত কাহিনী

অবশেষে ঘটল ঘটনাটা। এমনটা কখনও ঘটে নাই। বিশ্বের কোন গণতান্ত্রিক দেশে এমন একটা ঘটনা ঘটতে পারে একথা কেউ কখনও ভাবতে পারে না। সারা পৃথিবীর সবকটা সংবাদপত্রে ফলাও করে ছাপানো হলো খবরটা। বাংলাদেশের নাম অনেক মানুষ জানতই না।

তারাও আজ জানল পৃথিবীর বুকে এমন একটা দেশ আছে যে দেশের নাম বাংলাদেশ, যে দেশের সাধারন মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করে দিতে পারে সবাইকে অবাক করে দিয়ে। ১৪ কোটির এই বাংলাদেশে মাত্র ৩৪৫ জন ছাড়া আর সবাই আজ একত্রিত। সবাই আজ আনন্দে উল্লসিত। আজ সবকটা মিষ্টির দোকানের সবগুলা মিষ্টি শেষ হয়ে গেছে মুহুর্তে । আরো মিষ্টি বানানো হচ্ছে।

আরো মানুষ অপো করছে মিষ্টি খাবে বলে, খাওয়াবে বলে। ধনী গরীবের ব্যবধান আজ এদেশে নাই। সবাই একে অপরের সাথে বুক মেলাচ্ছে। বিজয়ীর হাসি হেসে চলেছে সবাই। অথচ তাদের কেউ মুহুর্ত আগেও জানত না, তাদের সবার মনের মধ্যে একই চিন্তা খেলা করছিল।

৩৪৫ জনের সেই দলটাও আজ একসাথে জড়ো হয়েছে। ঘটনার আকস্মিকতায় তারা হতবাক, হতবিহ্বল। কিছুণ আগেও তারা ছিল ব্যক্তিগত চিন্তায় বিভোর। একে অন্যের ছিল ভয়াবহ প্রতিদ্বন্দ্বী। প্রতিযোগীতায় জেতার জন্য হেন কাজ নাই তার করে নাই।

একে অন্যের সাথে প্রতিনিয়ত করেছে কাঁদা ছুঁড়াছুঁড়ি। বক্তৃতা শিল্পে এবং অশ্রাব্য কথনে কেউ কারো থেকে কম যেত না। কত শত মানুষের মৃত্য তে তাদের ছিল প্রত্য বা পরো হাত; ঈশ্বরকেও বুঝিবা সে হিসাব রাখতে নিয়োগ করতে হয়েছে হাজারও দেবদেবীকে। কত শত মানুষ তাদের লোভের বলী হয়ে, হয়েছে চির নি:স্ব। গুম, হত্যা, রাহাজানী, লুন্ঠন, ধর্ষণ ইত্যাকার বিভৎস অপরাধগুলাকে তারা স্বর্গে যাবার আরাধনা মনে করত।

আজ তারা সবাই একত্রিত প্রতিযোগীতায় চরমভাবে নাজেহাল হওয়ার পর। তাদের মন খারাপ খুব। তাদের কথাবার্তার কিয়দংশ শুনলেই এটা বুঝ যাবে স্পষ্ট: ১ম জন: আমি আগেই বলেছিলাম আমরা বেশী বাড়াবাড়ি করে ফেলছি। ২য় জন: আসলেই বেশী হয়ে গেছে। ৩য় জন: উফ! আগে যদি বুঝতাম! ৪র্থ জন: আগে জনলে এভাবে ঘনঘন হরতাল ডাকতাম না আমরা।

৫ম জন: আরে, আমরাও কি এভাবে গুম কালচার শুরু করতাম! ৬ষ্ঠ জন: শেয়ার থেকে এতটাকা সরানোর বুদ্ধি করতাম না! ৭ম জন: চাকরির েেত্র দলীয়করন কিছুতেই করতাম না। ৮ম জন: চাকরি দিতে গিয়ে টাকাও নিতাম না আমরা। ৯ম জন: কী দরকার ছিল অতো! আমাদের তো অনেক ছিল! ১০ম জন: যা হবার তা তো হয়েই গেছে! এখন চল, আবার ভালো হয়ে যাই আমরা। হায় উপলব্ধি! বড় বিলম্বিত এ বোধোদয়! যথাসময়ে তাদের সবার মাথার ভিতরে যদি এই বোধ কাজ করত তবে আজ এভাবে চরম লজ্জায় পড়তে হত না তাদের! আজ ভোটের দিনে এভাবে হারতে হত না তাদের। আজ ভোটের দিনে গোটা বাংলাদেশের একজন সাধারন মানুষও ভোট দিতে ভোট কেন্দ্রে আসেনি যে! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.