আমাদের কথা খুঁজে নিন

   

সাইয়াকথন : ১:- ১৮+ পোস্টার এবং ব্লগীয় ভালুবাসার সাতকাহন !!! (শেষ পর্ব) !!!

বিষাদময় জীবন এগিয়ে যায় যুক্তিহীন মৃত্যুর দিকে !!! ডিসক্লেইমার : এইটা একটা ফান পোস্ট। এই পোষ্টে উল্লেখকৃত সকল ছবি ইন্টারনেট থেকে নেয়া এবং পুরো লেখাটাই লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবজীবনের কারও সাথে কোনরুপ মিল পাওয়া গেলে সেটা নেহায়েত কাকতাল মাত্র। আর কেউ যদি কোন মিল খুজেও পান সেটা তার এন্টেনার মালফাংশন বলেই গণ্য হবে। এর জন্য লেখক কোনভাবেই দায়ী না।

এই পুষ্টের আগের পু্ষ্ট- কাহিনীর ব্যাকগ্রাউন্ড ****** ********** ************* **************** ******************** সাইয়াজি জুতার বাড়ি খাইতে খাইতে, দুষ্টু ব্লগারদের ব্লক করিতে করিতে অতিষ্ঠ হইয়া পুষ্ট ড্রাফট করিলেন তাহা আগেই বলিয়াছি। এই পুরো সময়টাই আড়ালে থাকিয়া পুষ্ট পর্যবেক্ষনের দায়িত্ব পালন করিতেছিল এক লুল যুবক । ব্লগের দেয়ালে ১৮+ মুভির পোস্টার লাগাইয়া বিখ্যাত হওয়া এই যুবকের মানসিক বয়স ১২ হইয়াছে কিনা তাহা নিয়া আমি যারপরনাই সন্দিহান। যেহেতু তার মানসিক বয়স ১২ হইতে কম, তাহার উপর মাত্র ২ বছরের ব্লগীয় জীবন- সেহেতু সে সাইয়াজির দু:খে দেওয়ানা হইয়া পড়িল। সাইয়াজির জুতা খাওয়ার পুষ্ট সে পর্যবেক্ষনে রাখিলেও উপর্যুপরি জুতার আঘাত পাওয়ার ভয়ে সে সাইয়াজির উক্ত পুষ্টে না ঢুকিয়া দুর থেকেই তাহা অবলোকন করিবার ইচ্ছা পোষন করিল এবং তক্কে তক্কে থাকিল কখন সাইয়াজিকে একান্তে কাছে পাবে, এইফাকে সে তাহার বিখ্যাত সুপারহিট সিরিজের ৪র্থ কিস্তির পোস্টার কালেকশন লইয়া ব্যাস্ত হইয়া পড়িল।

অপরদিকে সাইয়াজি কোন লুল ব্লগারকে ফাদে না ফেলিতে পারিয়া বেশ বিমর্ষ ছিলেন । তিনি ঠিক করিলেন দুষ্টু ব্লগারদের নামে মডুর কাছে নালিশ দিবেন। যেহেতু এখন তিনি দুষ্টু ব্লগারদেরকে ব্লক করিয়াছেন, পুষ্ট দেয়া যাইতেই পারে। পুষ্ট দেবার সাথে সাথেই ব্লগবিবেক, সেই লুল যুবক সমবেদনার ডালি সমেত হাজির হইলেন। উনার নরম নরম কথার কারনেই কিনা জানা নাই, সাইয়াজি সেই ব্লক উঠাইয়া নেন ।

নরম নরম মধু মধু কথা বলিতে তিনি আবার উস্তাদ লেভেলের লোক, উনার এই জাতীয় কথা মানুষ কপি করিয়া নিজের নামে চালাইতো, আর উনি এইসব দেখিয়া নিজেকে বিখ্যাত ভাবিতেন আর আত্মপ্রসাদ লাভ করিতেন। কথা বলিতে বলিতে এবং লুল ফেলিতে ফেলিতে একসময় ব্লগবিবেক সাইয়াজির ফেসবুক আইডি চাইয়া বসেন। যাহা উনার লেখা- "ভ্যালেন্টাইনকে কুপোকাত করার ১০টি উপায় সাথে ১টি ফ্রি" নামক পুষ্টটির সম্পূর্ণরুপে পরিপন্থী। কিন্তু কথায় আছে- প্রেম ভালবাসা, মানে না কোন বাধা, হোক না সে সাইয়া, আমি হব গাধা। এই বাস্তব সত্য প্রমাণ করিবার জন্যই হয়ত উনার সেই আবেদন।

বাট অ্যালাস !!! সাইয়াজি উনার আবেদন ব্লগের সমস্ত দুষ্টু ব্লগারদের সামনে নাকচ করিয়া দিলেন। এতে সবাই খ্যা- খ্যা করিয়া হাসিয়া উঠিলে ব্লগবিবেক সেই লুল যুবকের মরমে মরিয়া যাইবার মত অবস্থা দেখা দেয়। যুবক(এখন আর লুল বলা যাইবে নাহ) বিষন্ন হইয়া পড়ে, একটার পর একটা কোবতে লিখিতে থাকে । কিন্তু তাহার স্বপ্ন আর সত্যি হয় না। সে এক পর্যায়ে ব্লগিং ছাড়িয়া দিবো বলিয়া ঘোষনাও দেয়, কিন্তু সেখানেও দুষ্টু ব্লগাররা তাহার সাথে দুষ্টামি করিতেছে বলেই জানা গিয়াছে।

অপরদিকে যুবকের আবেদন সরাসরি খারিজ করিয়া দিয়া যুবকের স্বপ্নকন্যা (সাইয়া পড়িতে হইবে) তাহার নতুন ফেবু আইডি খুলিবে বলিয়াও অসমর্থিত সূত্রে জানা গিয়াছে। যাহাই হৌক না কেন, তাদের সুখী ভবিষ্যত কামনা করিতেছি !!! সমাপ্ত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।