আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছিলাম সেবার।

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে। এবার যেন একটু অন্যরকম ভাল লাগছে। এর আগেরবারও এই পথে গিয়েছিলাম কিন্তু এতোটা ভাল লাগেনি। হুম...লাগবেইতো আগের বার কাজে গিয়েছিলাম কিন্তু এবার একজনকে দেখতে ট্রেন ভ্রমন! দু পাশে সবুজের মাঠে কৃষকের হাতে ফলান নানান রকমের বাহারি সবজির ফলন।

যেন প্রকৃতির রূপে হেঁসে রয়েছে। ট্রেন থেকে এ দৃশ্য চোখে লেগে থাকার মতন। আঁকাবাঁকা ট্রেনের পথে প্রায়শ বাড়ির আঙিনা ঘেঁষে গেছে। গ্রামীণ চিত্রের এসব লোকালয় দেখতে খুব চমৎকার লাগে। জানালার পাশে বসে থেকে হু...হু...হু...করে বাতাসের গন্ধটা যেন নিজেকে আরও প্রাণবন্ত করে দিচ্ছে।

চুল গুলো আছরে পড়ছে এদিক থেকে ওদিক। বৈচিত্র্য এই প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছিলাম সেবার। হুম ...সেবার ভাইকে দেখতে গিয়েছিলাম। ঢাকা টু জামালপুর। আজ হঠাত একটা মানুষকে অজানাকারনে সত্তে মনে পড়ে গেল,মনে পড়ে গেল প্রিয় কিছু সৃতি।

হয়ত মানুষটা নেই তাই আচমকা মনটা খারাপ হয়ে গেল। আর মন খারাপের এই দিনে ভাল লাগা কিছু মুহূর্ত মনে করতে লাগলাম... সহসায় মনে পড়ে গেল সেই ভাল লাগার ট্রেন ভ্রমণটা। এভাবেই মনে পরতে থাকুক অলটারনেটিভ ওয়ে গুলো। কিছু সৃতি আনন্দ,কিছু সৃতি কান্না, কিছু মন অবহেলিত,কিছু মন সাবলীল, কিছু কষ্ট আনমনা,কিছু কষ্ট নীল।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।