আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির উঠোনে।

http://www.paybox.me/r/rihan

যেখানে সীমান্ত এসে মিশেছে দিগন্তের সাথে, যেখানে সুদীর্ঘ, ব্যস্ত পথ এসে থেমে গেছে আপন ক্লান্তিতে, সেখানে আমি বসে থাকি একেলা-- মায়াময় জগতের সকল পিছুটান পিছনে ফেলে নাতি-দীর্ঘ হলদে সবুজ ঘাসের পাটির উপর, প্রকৃতির উঠোনে, শত শত রঙিন ঘাস-ফড়িঙ যেখানে দোল খেয়ে খেলা করে, আমার চারিধারে, আর তার পাশ দিয়ে শুভ্রতার অদৃশ্য চাদর বিছিয়ে বিছিয়ে আপন তালে হেলে দুলে চলে গেছে স্নিগ্ধ, ধবল কাশবন-- ঈষৎ স্রোতসিনী, পিতল-রঙা জলের এক নদীর তীর ঘেঁষে ঘেঁষে-- বহুদূরের কোন গাঁয়ে অথবা অজ্ঞাত গন্তব্যের পথে, মাঝে মাঝে কাশবন ছুঁয়ে আসা স্নিগ্ধ, শীতল বাতাস আপন লয়ে নিবিড় তালে তালে আছড়ে পড়ে পিতল-রঙা জলের সেই নদীর বুকে, জলের তরঙ্গ থেকে তরঙ্গে ছড়িয়ে পড়ে তখন জল সঙ্গীতের মাতম, নির্লিপ্ত আমি বড় নীরবে কান পেতে শুনি সেই অচেনা সঙ্গীতের সুর, আর আমার হৃদয়ে পটে তখন অলক্ষে গুবলে ওঠে পাংশু স্মৃতির ঝড়-- আমায় দুমড়ে মুছড়ে নিয়ে চলে যায় ফেলে আসা জীবনের হাজারো ছোট-বড় বাঁকে-- অবুঝ শৈশব, ডানপিটে কৈশোর আর অশান্ত যৌবনে-- আমায় ঘিরে থাকে তখন স্মৃতির কক্ষপথ ধরে ধরে ক্রমাগত ঘুরতে থাকা হাজারো আপন প্রিয় মুখ, ফেলে আসা বহু পুরানো সেই সব কালের সাক্ষী হয়ে, আর আমি ঘোলাটে মনের চোখে তখন কেবলই চেয়ে থাকি-- সজল নয়নে; হারিয়ে যাওয়া সেই সব চির-চেনা, অতি প্রিয়, আপন মুখ-পানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।