আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির টানে......।



প্রকৃতির সাথে আমার সখ্যতা সেই ছোট বেলা থেকে। পাগল আমি ঘাস ফুল থেকে শুরু করে কলমি লতা ,পুকুরে ফোটা শাপলা,কচুরী ফুল ছুয়ে দেখতাম পরম আবেগে। কি অসাধারণ ভালোলাগা খোলা আকাশ, মেঘ,বৃষ্টির প্রতি আমি বোঝাতে পারবোনা। মনে আছে যখন গ্রামে বেড়াতে যেতাম, সারাদিন শুধু বিরাম হীন ছুটে চলা। কখনো শষ্য ক্ষেত, কখনো খোলা মাঠ,কখনো ক্ষেতের আইল ধরে কখনো মেঠো পথ ধরে হাটা।

ক্লান্ত হয়ে এক সময় বসে পড়া। পাশেই ঘাসের কান্ড এবং বিষকাটালী(এক ধরনের উদ্ভিদ) এর আঠার সমন্বয়ে বাবল তৈরী করে শুন্যে ছুড়ে দেয়ায় মত্ত্ব হয়ে যাওয়া। দুপুরে গোসল করতে সময় পুকুরে ঝুড়ি নিয়ে মাছ ধরা , মাছের বদলে সাপ উঠলে ভয় পাওয়া ,শাপলা তোলা , বৈচি ফলের মালা বানিয়ে পরা আরো কত কি..........। রাতের বেলায় নৌকা ভ্রমনে বের হতাম। পূর্নিমা রাত সাথে থাকতো রেডিও ।

কি অসম্ভব মাদকতার মুহূর্ত গুলি কেবলই অনুভবের। আমার জীবনের প্রথম আমি যখন কক্সবাজার এবং সেন্টমার্টিনস যাই, কি যে ভালোলাগা.......। কোরাল , সমুদ্রের গর্জন , বিশালতা তার সৌন্দর্যে বিমোহিত আমি ভাষায় প্রকাশ করতে পারিনা আমার অনুভূতি। আমি তার কাছে গিয়ে দাড়াই, আমাকে সে ভিজিয়ে দিয়ে যায়। আমার পায়ের নীচ থেকে বালি ক্রমশ: সরে যেতে থাকে।

অজানা শিহরণে শিহরিত হই আমি। ইচ্ছে করে ভেসে যাই অজানা উদ্দেশ্যে । নিজেকে সমর্পিত করি সমুদ্রের কাছে। আমার অক্ষমতা আমাকে যেতে দেয় না। ক্ষুদ্র আমি , ক্ষুদ্র আমার সমাজ, আমার নিয়ম ,আমার সভ্যতা প্রকৃতির কাছে।

আমাকে ফিরে আসতে হয় জীবনের টানে , জীবিকার টানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।