আমাদের কথা খুঁজে নিন

   

চাবি

বিবর্ণ স্বপ্নচারী বদ্ধ জীবনের চলার গাড়ির চাবিটা কোথায়? কেউ আমাকে বলল তুমি রাস্তার অলিতে গলিতে খোঁজ, কেউ বলল আমাকে তুমি তোমার আপন মানুষের কাছে খোঁজ, আবার কেউ বলল তুমি তোমার স্মৃতির কাছে খোঁজ। কার কথা শুনব আমি? তবুও ফেলিনি কারও কথা। চাবির একটি নমুনাও হাতের রেখায় এঁকে রেখেছি। তবুও এখও পাইনি আমার চাবির খোঁজ। সাধারণ মানুষ ছিলাম আমি।

সাধারণ জীবনের স্বাদ চেয়েছিলাম। কিন্তু পাইনি। ভুল বললাম পেয়েছি অনেক কিছুই , যা আমি চেয়েছি কিন্তু আবার চাইওনি। অনেকে বলে আপনি মানষিক রোগী, আমি নতমস্তকে তা মেনে নেই। অনেকে বলে আমি মানুষ নামের কলঙ্ক, আমি তাও নতমস্তকে মেনে নেই।

তাদের কারও কথাই আমি ফেলে দিই না। তারা যা বলে সত্যি কথাটাই বলে। তবু যখন আমি তাদের কাছে আমার চাবির কথা বলি- মুখ ফিরিয়ে পালিয়ে যায়। তখন আমি হাঁসি অট্টহাসিতে যা শুধুই আমার ভেতর। কোথায় যে আমি আমার চাবিটা পাব জানিনা? তবে এটা জানি আমার গাড়িটা একদিন বন্ধ হতে হতে কালের গর্ভে হারিয়ে যাবে ।

যার কথা কেউ মনে রাখবে না। আর সেটাই আমার কাম্য যা আমি হারনোর পর প্রতিজ্ঞা করেছিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।