আমাদের কথা খুঁজে নিন

   

চাবি

আহসান জামান

ছুঁয়ে দিয়ে ভুলে যাও উৎসের চাবিমূল! বোধের শ্লোকে গাঁথা সেইসব সুখ আর অচীনকালের ছায়াপথ তুমুল তাড়িয়ে আনে অশান্ত মনন; ছেদ করে ব্যথার করবী। মুগ্ধতার লোভে তুলে আনি স্নিগ্ধ ফুলের বাগান; গলে গলে জল হই রোজ। অথচ তুমি; ভুল করে রেখে যাও কোমল হাসির আকাশ, বাতাসের পালকগুচ্ছ অনন্যপুরের পথে, আনমনে শ্রাবণদিনের ঝমঝম শব্দমালায়। আমি সেইসব ভুলের তলদেশ থেকে তুলে আনি শুদ্ধতার শুভ্রচাবি; তোমার ওপাশে রোদ্দুর, আমি ঘোর-কুয়াশায় বদ্ধতার আবৃর্তি করি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।