আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের কথা বলছি-এবার রুখে দাঁড়াবার পালা

আমি আমার কথা বলছি, তোমার কথা বলছি, দেশের কথা বলছি –মানুষের কথা বলছি সেই মানুষ-যে ভাতের অধিকার চায়-ভোটের অধিকার চায় না কাজের অধিকার চায়- ভিক্ষার অধিকার নয়, ঘুষের অধিকার নয়; নয় দুর্নীতির অধিকার মিঠে কথা বা তিতে কথার লাগাম ছিড়ে- কেবল ঝলসানো রুটি চাই, শাক আর ডাল চাই গোশ ভাত, চিকন চাল, পদ্মা সেতু, উড়াল রেল, ভিশন ২১ বা ডিজিটাল বাংলাদেশ চাই না আমরা চাই- এনালগ বাংলাদেশ , যেখানে গুম হবে না , হবে না নিখোঁজ –সরকার বা বিরোধী দল কেউ কাউকে নুকিয়ে রাখবে না চেয়ায়ের তলে বিশ্ব বেহায়ার খপ্পর থেকে খেটে খাওয়া মানুষগুলো নিস্তার পেতে চায় নিস্তার পেতে চায় – ভেকধারী রাজনীতিবিদদের রোষানল থেকে সাধারণ মানুষ আর সহ্য করবে না, সহ্যের বাধ ভেঙে গেছে সেই কবে কেবলই এখন অপেক্ষা আর কতো কতো ! আর কতো লাশ দেখবে -দেশটাই এখন গুম ঘরে পরিণত হয়েছে সরকার আর তার পুলিশ, বিরোধী দল আর বুদ্ধিখেকোদের আন্দোলন, প্রতিবাদ- এসব দিয়ে কলিমদ্দি, সলম্দি, আবুল, বাবুল, খেদির মা বা ভাদ্দুরীর উদোর ভরবে না কৃষকের হাড় বের হওয়া কাস্তে হাত আর মজুরের গায়ের ঘাম- এসবের বন্যা ও যুদ্ধ আসন্ন এবার পালাবার পথ খোজ তোরা- হায়ানার দল। আর আমগোর রক্ত ঝরতে দেব না সাবধান- হুশিয়ার –নরখেকোরা তোদের আর নিস্তার নেই- আমারে একমুটো ভাত দেবে না কোন শালা- বক্তৃতা আর বিবৃতির বিরানি দেবে আমরা চাই না বক্তৃতা বিবৃতি, চাইনা উন্নয়ন, সোনার রাজ্য- আমার শীর্ণ মাই আমার কাছে অনেক আমি খেটে খাওয়া মানুষ- মানুষের কথা বলছি । [img|http://media.somewhereinblog.net/images/thumbs/nastopathik_1335264797_2-images2.jpeg

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.