আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের আগেই গর্ভবতী? পরপর তিন দফা ডিঅ্যান্ডসি করেও বন্ধ হয়নি রক্তক্ষরণ!

দূরে অাছি......তার্হ ফেরা সহজ....কাছের মানুষ কখনো ফেরে না......... দক্ষিণ হাসপাতালপাড়ার ইয়াসমিন বেলগাছির চন্দনকে স্বামী বলে দাবি করলেও এলাকার কয়েকজন বলেছেন, ওদের বিয়ে হয়নি। বিয়ে না হলে হবে কী? ইয়াসমিন ৬ মাস আগেই সাড়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়। তিন মাস আগে ডিঅ্যান্ডসি করে। সেই থেকে রক্তক্ষরণ থামছেই না। ফলে গতকাল আবু বক্কর সিদ্দিকির মেয়ে ইয়াসমিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

তার স্বামী বেলগাছির চন্দন বলে দাবি করেছে। বিয়ের আগে সন্তান কেনো? এ প্রশ্নের জবাবে ইয়াসমিন বলেছে, আমরা ঢাকায় থাকতাম। সেই সুবাদে সেখানেই বিয়ে করি। এরপর অন্তঃসত্ত্বা হলে মায়ের পরামর্শে সাড়ে ৪ মাসে গর্ভপাত ঘটাই। সেই থেকে তিন দফা ডিঅ্যান্ডসি করেও রক্ষক্ষরণ বন্ধ হচ্ছে না।

তিন মাস ধরেই চলছে রক্তক্ষরণ। সে কারণেই হাসপাতালে ভর্তি হয়েছি। স্থানীয় কয়েকজন অবশ্য বলেছে, ওরা তো ঢাকায় থাকে না, মাঝে মাঝে ইয়াসমিনকে ঢাকায় যেতে দেখেছি আমরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।