আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের গান

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

বিয়ের গীত সোনার দুইটি খড়ম নওশা মিয়া রূপার দুইটি বৌলা আমার পঙ্খিরে ওজু গোছল করিয়া নওশা মিয়া বদলাইন সদরেতে আমার পঙ্খিরে... সদরেতে বসিয়া নওশা মিয়া ভাবুইন চিন্তুইন মনে আমার পঙ্খিরে। না জানি মোর নছিবে মাই চাচী গো কেমন দুলহাইন সাজে আমার পঙ্খিরে সেই না কতা শুইনা গেলো আরগো বিবির ছোডু ভাইয়ে আমার পঙ্খিরে সেই না কতা শুইনা গেলো আরগো বালির ছোডু ভাইয়ে ভালা কইরা সাজাইও বালিরে গো নওশা আইবো আন্দর আমার পঙ্খিরে। ভালা কইরা সাজাইও বিবিরে গো দোলার মনে লাগে আমার পঙ্খিরে। বালির মায়ে কান্দুইন কুডুইন আরগো বালি কোলে লইয়া আমার পঙ্খিরে কিবা সাজাই সাজাইবাম বালিরে গো মনে আগুন জ্বলে আমার পঙ্খিরে বালির চাচিয়ে কান্দুইন কুডুইন আরগো বালি কোলে লইয়া আমার পঙ্খিরে কিবা সাজা সাজাইবাম বালিরে গো হৃদে আগুন জ্বলে আমার পঙ্খিরে। দুলাভাইয়ের গান কোন দেশেতে লুকিয়েছিলে ওগো দুলাভাই এতো দিনে খুঁজে খুঁজে আজকে তোমায় পাই লট ইয়ার দুলাভাই ওয়েল কাম ইউ আজকে তুমি আমাদের কাছ থেকে এক এক করে নিও ছিলে তুমি স্বাধীন ভ্রমণে উড়তে ফাওয়ার বনে ছোটো কিন্তু ধরা পড়েছো টাটকা ফুলের প্রাণে ওয়েল টু মোদের আপামণি ভেরি বিউটিফুল আমার আপা ছোট্টকালে ভরা গাঙ্গের কুল অভিমানী আপামণি অতি কোমল প্রাণ অযতনে রাখলে কিন্তু মলবো দুটি কান আপা মোদের সুখে রাখবেন এইতো মোরা চাই আজকে থেকে আপামণি ছাড়া আপন কেহ নাই ইতি প্রান্তের প্রীতি দিয়ে শেষ করিলাম তাই আসি আবার বিদায়ের আগে মালাটুকু স্মৃতি দিয়ে যাই হ্যালো মিঃ দুলাভাই মাথা কেন নিচু আমি আসছি মালা নিয়ে মাথা করেন উঁচু সর্বহারা দুলাভাই দেওয়ার মতো কিছু নাই আছে শুধু মালাটুকু স্মৃতি দিয়ে যাই। [তথ্যসূত্র: সালমা, তিয়শ্রী, লক্ষীগঞ্জ] সৌজন্যঃ হযরত আলী দেবল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।