আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের আগে ও পরে



বিয়ের আগেঃ-আমার কথাই বলছি,লেখাপড়ার গন্ডি পেরিয়ে কর্ম জীবন শুরু, কাজ কর্ম সেরে দিনশেষে বন্ধ বান্ধবদের সাথে আড্ডা, ক্লাবে গিয়ে খেলাধুলা চা নান্তা হৈ হুল্লল করা রাত ১০/১১টার মধ্যে বাসায় ফেরা ফ্রেস হয়ে রাতের খাওয়া শেষ করে বই পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া, আহ কত সুন্দরই না দিনগুলো কাটছিল আমার। আর আমার এই সুন্দর জীবনের পরিসমাপ্তি ঘটে, হাঁ সে কথাই আপনাদের বলছি, মা বাবার অনেক পিড়াপিড়িতে বিয়েটা আমাকে শেষ পর্যন্ত করতেই হল, না করে উপায় কি বলেন আমার আম্মুর সাফ কথা তার বউমা এখন চাই-ই চাই তা না হলে, যাক সে কথা নাইবা বললাম। মা বাবার পছন্দের পাত্রিকেই বিয়ে করলাম, অবশ্য সে পাত্রি আমারও পছন্দ হয়েছিল, তো বিয়ে হয়ে গেল সেই সাথে কবর দিতে হল আমার ক্লাবে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা একটু রাত কেরে বাসায় ফেরা আরও ইত্যাদী ইত্যাদী। বিয়ের পরের জীবনযাত্রা আমার কাছে একদমই ভাল লাগছে না, মনে হচ্ছে আমাকে যেন জেল খানার চার দেওয়ালে বন্ধি করে রাখা হচ্ছে, ও একটু বেশি করে, আমার একদমই ভাল লাগে না (আমার বউয়ের কথা বললাম )। এই যেমন ধরুন অফিস থেকে ফিরে কোথাও যাওয়া চলবে না, বিশেষ করে ক্লাবে, আপনারাই বলুন এভাবে কতক্ষন বাসায় থাকতে ভাললাগে ? আমি আর পারছি না। এমনিতেই আমি খুব শান্ত স্বভাবের আড্ডা প্রিয় লোক ,সব সময় বউয়ের পাশে বসে ঘেনর ঘেনর করা আমার ভাললাগে না, আমার মনের ইচ্ছার বিরুন্ধে কোন কাজ আমার পছন্দ না, আমার জীবন যে একদম বিশিয়ে উঠছে , আমার সহধর্মীনির কথা তার নাকি আমাকে ছাড়া একটি মূহুর্তেও ভাললাগে না, আমাকে সব সময় তার পাশে চাই-ই চাই, অবশ্য তার এ চাওয়াটা আমার কাছে মাঝে মাঝে ভালও লাগে কিন্তু কতক্ষন, এখন প্রশ্ন এ সমস্যার সমাধান কি ?। আমার মাঝে মাঝে মনে হয় আমি বাসা ছেড়ে একটা মেচে যেয়ে উঠি মনে হয় তাতে কিছুটা হলেও শান্তি পাব কি বলেন ? আবার একটু সমস্যাও আছে এই ধরুন আমাকে অনেক কাজ করতে হবে যেটা এখন আমার উনি করে, যেমন কাপড় ধোয়া, স্ত্রী করা টাই বাধা জুতা মুছা ইত্যাদী, তাহলে এটা কি আমার জন্য মধুর যন্ত্রনা, না না তা হবে কেন এটা আমার জন্য সত্যি সত্যি একটি বড় যন্ত্রনা। প্লিজ হেল্প মি..................।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।