আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহী বেশ ক'জন!

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা বিস্তারিত পড়ুন এখানে আরো পড়ুন >> বাংলাদেশ দলের না যাওয়াতে হতাশ হোয়াটমোর এখনও পাকিস্তান বাংলাদেশের আশায় বসে আছে! অন্তত তাদের নতুন কোচ ডেভ হোয়াটমোরের আক্ষেপ শুনলে সেটাই মনে হয়। হোয়াটমোর আজ বাংলাদেশের পাকিস্তান সফর “দেরী” হচ্ছে দেখে আক্ষেপ প্রকাশ করেছেন। এই মাসের শেষ দিকে বাংলাদেশের পাকিস্তান যাবার কথা থাকলেও হাইকোর্ট পাকিস্তান যাবার উপর ৪ সপ্তাহের স্থগিতাদেশ জারি করেছে। হোয়াটমোর এতে হতাশা প্রকাশ করে জানান দুই মাসে তিনি কোন নিরাপত্তাহীনতা দেখেননি। মাত্র দুমাস আগে পাকিস্তান দলের দায়িত্ব নেয়া হোয়াইটমোর বলেন, "এটা হতাশাজনক।

আমরা দ্রুত অনুশীলন করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু তীরে এসে বাংলাদেশ জানাল তারা আসছে না। " হোয়াটমোর অবশ্য জন্মসূত্রে উপমহাদেশীয়। শ্রীলংকায় জন্ম নেয়া এই কোচ পরবর্তীতে অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেলেছেন। খ্যাতি পেয়েছেন অবশ্য নব্য শ্রীলংকা দলকে ১৯৯৬ সালের বিশ্বকাপ জিতিয়ে।

তিনি বলেন, "আমি জন্মসূত্রে শ্রীলংকান, আমি দীর্ঘদিন শ্রীলংকায় থেকেছি। গৃহযুদ্ধের সময়ও সেখানে থেকেছি। এখন দু মাস যাবত লাহোরে আছি। কিন্তু নিরাপত্তাজনিত কোন সমস্যার মুখোমুখি এখনও হইনি। " পাকিস্তানি ক্রিকেট দর্শকরা ক্রিকেট ভালবাসে বলে মন্তব্য করে তিনি বলেন তারা ক্রিকেট মিস করছে।

উল্লেখ্য বর্তমান ক্রিকেট বিশ্বে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বেশ আলোচিত হয়েছে। প্রথম দিকে আইসিসি রাজি না থাকলেও শেষ পর্যন্ত তারা এ সফরের অনুমতি দিলেও তার আগে নিরাপত্তা দেখার জন্য আইসিসির একটি দল পাকিস্তানে যাবার কথা ছিল। কিন্তু তার আগে বাংলাদেশের হাইকোর্টের সিদ্ধান্তে চার সপ্তাহ স্থগিত হয়ে যায় এ সফর। ভবিষতে এ সফর হবে কিনা নিশ্চিত নয়। এ সফর ছাড়াও আগামি মে মাসে শ্রীলংকা যাবে পাকিস্তান।

মূল খবর এখানে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.