আমাদের কথা খুঁজে নিন

   

পদত্যাগপত্র পাঠালেন সোহেল তাজ

মন্ত্রিত্ব ছাড়ার পর এবার জাতীয় সংসদের সদস্য পদ থেকেও পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে পত্র পাঠিয়েছেন গাজীপুর-৪ আসনের সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজ। তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু কাউসার আজ সোমবার প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবু কাউসার বলেন, তিনি সোহেল তাজের পদত্যাগপত্রটি সকাল ১০টা ২৫ মিনিটে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নিয়ে যান। ওই কার্যালয়ের মোহাম্মদ শামীম নামের একজন কর্মকর্তা পদত্যাগপত্রটি রেখেছেন। এ সময় স্পিকার কার্যালয়ে ছিলেন না।

স্পিকারকে উদ্দেশ করে লেখা পদত্যাগপত্রে সোহেল তাজ বলেন, ‘মহোদয়, আসসালামু আলাইকুম। আমার নির্বাচনী এলাকা ১৯৭, গাজীপুর-৪ (কাপাসিয়া)। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) ধারা মোতাবেক আপনার নিকট আমার পদত্যাগ পত্র পেশ করলাম। ধন্যবাদান্তে, তানজিম আহমদ (সোহেল তাজ)। ’ ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘আমি শুনেছি তিনি (সোহেল তাজ) পদত্যাগপত্র পাঠিয়েছেন।

তবে চিঠিটি এখনো স্পিকারের হাতে পৌঁছায়নি। ’ সোহেল তাজ ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরও ব্যক্তিগত হিসাবে জমা হওয়া বেতন-ভাতা ফেরত নিতে ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন তিনি। এর আগে ২০০৯ সালের ৩১ মে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.