আমাদের কথা খুঁজে নিন

   

পদত্যাগপত্র জমা দিলেন স্টুয়ার্ট ল

আমি সিনেমা দেখতে ভালবাসি জীবনটা একটা সিনেমার মতো Mon, Apr 16th, 2012 1:32 pm BdST ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দায়িত্ব নেওয়ার এক বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশ দলের কোচের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্টুয়ার্ট ল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সহকারী মোস্তাফিজুর রহমান জানান, ইংল্যান্ড থেকে ফিরে সোমবার সকালে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন স্টুয়ার্ট ল। বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পদত্যাগ নিয়ে কথা বলবেন স্টুয়ার্ট ল। দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিয়ে গত ২৭ জুন থেকে কাজ শুরু করেন ল। বাংলাদেশে আরেক অস্ট্রেলীয় কোচ জেমি সিডন্সের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

আইসিসির নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করার একদিন পর পদত্যাগের এ সিদ্ধান্ত নিলেন ল। জিম্বাবুয়ে সফর দিয়ে বাংলাদেশের ক্রিকেটে ল যুগের সূচনা হয়। সেই সফরে ওয়ানডে সিরিজ ৩-২ ও টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এর পর দেশে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দুটি ঘরোয়া সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজ দুটি হারলেও ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারিয়ে চার বছরেরও বেশি সময়ের জয় খরা কাটায় বাংলাদেশ।

গত মাসে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হারলেও এটাই ল যুগে বাংলাদেশের সেরা সাফল্য। ২০০৯ সালে শ্রীলঙ্কার প্রধান কোচ ট্রেভর বেলিসের সহকারি হিসেব তিনি কাজ শুরু করেন। বিশ্বকাপের পর বেলিস দায়িত্ব ছেড়ে দিলে অন্তবর্তীকালীন কোচ হন ল। ১৯৯৮ সালে ‘উইজডেন’ বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন ল।

অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট ও ৫৪টি (১টি শতক) একদিনের ম্যাচ খেলেছেন ল। এছাড়া ৩৬৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। ওখানে শতক হাঁকিয়েছেন ৭৯টি। ১৯৯৫ সালের ডিসেম্বরে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেন ল। আর একদিনের ক্রিকেটে তার অভিষেক হয় ১৯৯৪ সালের ডিসেম্বরে পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।

১৯৯৬ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সদস্য ল ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ডের অধিনায়ক ছিলেন, কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন দীর্ঘদিন। ল্যাঙ্কাশায়ারের অধিনায়কও ছিলেন তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.