আমাদের কথা খুঁজে নিন

   

Born to Defense

Every emotion have a feelings. But every feelings have no emotion. তৈরি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। তৈরি হচ্ছে বাংলাদেশ। ১. শিশুটি কোমরপানিতে বসে আছে। ঢাকা শহরে বাস করবেন আর পানিতে নামবেন না, তা তো হবে না। বর্ষাকাল থেকে শীতকাল, ঢাকার রাস্তায় হাঁটু থেকে কোমর পর্যন্ত বিভিন্ন লেভেলে পানি থাকে—শুধু পানি থাকে না ওয়াসার লাইনে।

এই শিশু বড় হয়ে যখন অফিসে যাবে, তখন বাসের জন্য অপেক্ষা না করে হাঁসের মতো সাঁতরে যাবে। ২. শিশুটির মাথায় পানি ঢালা হচ্ছে। এই শিশু বড় হয়ে যখন বাজারে যাবে, তখন মুরগি কেনা দূরে থাক, ডিম কিনতেই মাসের বেতন শেষ হবে। তখন বাজারে বসে তিন মগ (মগের সাইজ ছবিতে নির্দেশিত) পানি মাথায় ঢালতে হবে। এত পানি ঢালাঢালিতে যেন তার ঠান্ডা না লাগে, সেই ট্রেনিং চলছে।

শেষ কথা এবং আসল কথা হলো, কোমরপানিতে বসেও মাথায় পানি ঢালা হচ্ছে। এ রকম ভয়াবহ অবস্থাও শিশুটি হাসিমুখে মেনে নিয়েছে। এই শিশু বড় হয়ে জ্বালানির জ্বালুনিতে জ্বলবে না। লোডশেডিংয়ে অস্থির হবে না। সব অব্যবস্থাপনা অবধারিত নিয়তি মেনে অনিশ্চিত ভবিষ্যৎকে হাসিমুখে গ্রহণ করবে।

যাকে বলে: Born to Defense তথ্যসূত্রঃ প্রথম আলো (২৩ এপ্রিল, ২০১২) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।