আমাদের কথা খুঁজে নিন

   

Born of a mother…

আমি সবসময় শুনে আসছি "মা" হওয়াটা পৃথিবীতে যেকোন মেয়ের জন্যই অদ্ভুদ একটা সময়। চোখের সামনে মা হতে চলা আমার বউ টাকে না দেখলে হয়তো সারাজীবন হয়তো শুধু শুনেই যেতাম!! গত সাতটি মাসের প্রতিটা দিন নিত্তনতুন সব শারিরীক কষ্টের অভিজ্ঞতা, যন্ত্রনাকাতর প্রতিটি মুহুত্ত ... অথচ ঠিক যে মুহুর্তে বাচ্চাটা একটু নড়েচড়ে উঠে সাথে সাথে মুখটা উজ্জল হয়ে যায় নির্মল এক হাসিতে !!! " আমার বাবু খেলছে" বলে পৃথিবীর সমস্ত মনোযোগ তখন তার ওই একজনের জন্য .... কত কথা তার বাবুর সাথে... আমার বিরূদ্বে ষড়ষন্ত্রমূলক সব অভিযোগ বাবুটার কাছে !! আমি খাওয়ার জন্য জোর করলেই পেটে হাত রেখে বলবে "দেখছো ... তোমার বাবা আমকে বকছে !!" .... হা হা ... অথচ প্রথম যেদিন ডাঃ বললেন "কনগ্রাচুলেশন !! আপনি মা হবেন ইনশাল্লাহ !!" .. সেদিন সে আমাকে পুরাই অবাক করে দিয়ে কান্না !! "বিয়ের মাত্র পাচ মাস হইছে .. এখনই বাবু হবে !! মানুষ হাসবে .. আমার ক্যারিয়ারের কি হবে !! ইত্যাদি ইত্যাদি ... " আমি তো মহা খুশি হয়ে পারলে নাচি আর সে দেখি দুনিয়ার সব চিন্তা মাথায় নিয়ে বসে আছে !! ... যত দিন যাচ্ছিলো বাবু তার অবস্থান পাকাপোক্ত করে নেয়ার সাথে সাথে তার মাকেও চরম আবেগী মা বানিয়ে দিচ্ছিলো। আর একটা সময় পরে দেখি পৃথিবীর সব কিছুর বিনিময়ে এখন তার বাবু...হবে নাই বা কেন ?? প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠে নিজের অস্তিত্তকে জানান দেয় বাবুটা তাকে প্রাধান্য না দিয়ে কি মা পারে! বড় অদ্ভুদ এক মমতার বাধন.. প্রযুক্তির কল্যানে আজ আমার বউ যখন তার বাবুটাকে প্রথমবারের মতো পরিপূর্ণ অবস্থায় দেখলো তখন সে পারেনি তার চোখের পানি আটকে রাখতে .. কষ্টের নয়, আনন্দের কান্না .. অদ্ভুদ সে দৃশ্য .. হোক না সেই ছবিটা এক রঙের, ঝাপসা, অস্পস্ট... (সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা... বাবুটা যেন ভালো থাকে..সুস্থ ভাবে পৃথিবীতে আসতে পারে...)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।