আমাদের কথা খুঁজে নিন

   

নারী শরীর তোমাকে অনেক কিছু দিতে পারে! শরীর দেখাও, সুপারস্টার হও!

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত কেবল রূপ থাকলেই সুপারস্টার হওয়া যায় না, রূপের পাশাপাশি গুণও থাকতে হয়। সুন্দরীদের রূপ আর গুণ পরখ করার জন্যেই নাকি আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার কম্পিটি’শন। মেয়েদের রূপের পরীক্ষা করা হবে! আচ্ছা রূপের পরীক্ষা মানে কি? শারীরিক সৌন্দর্যের পরীক্ষা?! নারীর মুখ, হাত, পা, শরীরের আঁক-বাঁক সব কিছুর সাইজ নেয়া হবে?! প্রদর্শন করা হবে?! এরপর যাকে সবচেয়ে বেশি মনে ধরবে তাকেই সুপারস্টার ঘোষণা করা হবে? এভাবে সুপার রূপবতী খুঁজে বের করা হবে? হ্যাঁ, তাই তো করা হয়।

বুঝানো হবে- নারী, শরীর তোমাকে অনেক কিছু দিতে পারে। তাই শরীর দেখাও, কোমড় দোলাও, আনন্দ দাও, উম্মূক্ত হও! প্রকৃতি নারীত্বের যা কিছু তোমার শরীরে দিয়েছে সব দাও, সব দেখাও! দেখিয়ে যতবেশি আনন্দ দিতে পারবে তত বেশি পয়েন্ট। পত্রিকায় তোমার ছবি যাবে, টিভিতে তোমার খোলামেলা শরীরে কোমড় দোলানো দেখে হাজার হাজার পুরুষের মনে কামনা জেগে উঠবে। এসএমএস-এর জোয়ার বয়ে যাবে। এভাবে লাক্স তোমাকে সুপারস্টার বানিয়ে দিবে! হাতে দেয়া হবে কিছু টাকা! চোখে এঁকে দেয়া হবে রঙ্গিন দুনিয়ার আকর্ষনীয় স্বপ্ন! তোমাকে শিখিয়ে দেয়া হয়েছে কিভাবে শারিরীক সৌন্দর্যকে উম্মূক্ত করতে হয়, পুরুষের কামনা জাগিয়ে তুলতে হয়।

তারপর নাটকে, বিজ্ঞাপনে হয়ে যাও আকর্ষনীয় পণ্য! এ পণ্যের ক্রেতার অভাব হয়না। লাক্স তোমাকে শরীর বিক্রীর পথ দেখিয়ে দিয়েছে, এখন শুধু সামনে এগিয়ে চলা...! ভাল তো! নারী এরপর তার শারীরিক সৌন্দর্যের খেলা শুরু করবে! কত জায়গায় যাবে, কত জনের সাথে মিশবে, কত কিছু দিতে হবে! শুধু দূর থেকে দেখালে তো আর হবেনা! সাফল্য পেতে চাইলে খুশী রাখতে হবে! হুমায়ুন, অরুনরা আছে সেই দেয়া-নেয়ার ব্যবসার অংশীদার হতে...! ওহ হ্যাঁ, সেখানে শুধু রূপের নয় গুণেরও পরীক্ষা হবে। কি সেই গুণ? নারীর ভিতর যে রূপ, লাবণ্য, সৌন্দর্য আছে তা কত বেশি, ভিন্ন আঙ্গিকে প্রকাশ করতে পারে, সে যোগ্যতা দেখা হবে? যার শরীর দেখে পুরুষের দেহ-মনের ভিতর বাঁধ ভাঙ্গা কামনা জেগে উঠবে সে বেশি গুণী? হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। আসলে কি সেখানে আর কোন গুণের পরীক্ষা হয়? আগেও একবার বলেছিলাম, লজ্জা নামক অনুভূতিটি যখন লোপ পাবে তখন অবাধ যৌনতার গন্ধকে ভুল মনে করবে না। এই সব আয়োজনের মূল উদ্দেশ্য এটি।

লজ্জানুভূতি ধ্বংস করে দিয়ে নারীকে পণ্য হিসেবে, পণ্যের সাথে পণ্যের প্রসারে উপস্থাপন করা। পণ্য ও যৌনতার মিল বন্ধন নারীর ভিতর তৈরি করেছে অদ্ভুদ মানসিকতা। ফলে নারী নিজেকে সেক্সী হিসেবে পরিচয় দিতে পছন্দ করছে। এই মানসিকতা তৈরিতে মূল ভূমিকা রেখেছে তথাকথিত আধুনিক পুরুষতান্ত্রিক লোলুপ মানসিকতা। নতুন প্রজন্মকে খুব স্লো পয়জনিং করা হচ্ছে।

ধীরে ধীরে তাদের মগজের ভেতরে থাকা শালীনতা, নৈতিকতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়া হচ্ছে। মেয়েদেরকে বানানো হচ্ছে সেক্স সিম্বল ও প্রোডাক্ট! তাই মেয়েরা নিজেদের মানুষ ভাবার চেয়ে সেক্স সিম্বল হিসেবে ভাবতেই বেশি পছন্দ করছে। এটা খুব পরিকল্পিত ও ভয়ংকর অনৈতিকতার আগ্রাসন। নারী কি এই ষড়যন্ত্র বুঝার চেষ্ঠা করছে? কখনো কি তাদের বিবেককে প্রশ্ন করেছে? এ ধরনের অপসংস্কৃতির কু-প্রভাব ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। লজ্জাহীনতা ভয়ংকর ভাবে ছড়িয়ে পড়ছে।

নীতি-নৈতিকতা হারিয়ে সাময়িক আনন্দে ডুবে যাচ্ছে নতুন প্রজন্ম। সেখানে না আছে দায়িত্ববোধ, না আছে জবাবদিহীতা, না আছে পারস্পরিক বিশ্বাস, না আছে মৌলিক কোন ভাল লাগা। মাঝে মাঝে চিন্তা করি, অপসংস্কৃতি কি একটি নষ্ট প্রজন্ম তৈরি করে দিচ্ছে এ জাতিকে? কে রক্ষা করবে এদেরকে? কে এগিয়ে আসবে? অপসংস্কৃতির প্রবল স্রোতের বিপরীতে শক্ত কোন বাঁধ তো দেখা যাচ্ছেনা। সূত্র View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.