আমাদের কথা খুঁজে নিন

   

বাল্যবিবাহ

ভাল আইনগুলোও অর্থহীন হয়ে যায় যদি তার যথাযথ প্রয়োগ না হয়। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও অনেক আইন আছে কিন্তু সমস্যাটা হল এর অনুশীলন খুবই ক্ষীণ। উদাহরণ সরূপ বাল্যবিবাহ বিরোধী আইনটার কথাই ধরা যাক। যদিও বাংলাদেশে এই আইনটি নিয়ে অনেক সংলাপ শোণা যায় কিন্তু ইউনিসেফ তথ্য মতে বাংলাদেশের ৬৬% মেয়ের বিয়ে ১৫ বছরের আগেই হয়ে যায়। যেটা মেয়েদের ঠেলে দেয় দারিদ্র্যতা,অশিক্ষা এবং ভয়াবহ শারীরিক সমস্যার দিকে।

এটা শুধু আমাদের সংস্কৃতির সমস্যাই না,এর পিছনে অনেক সময় কাজ করে রাজনৈতিক অপপ্রয়োগ। অধিকাংশ পরিসংখ্যানের মতে, দারিদ্র্য,কুসংস্কৃতি আর অসচেতনতাই বাল্য বিবাহের প্রধান কারন। বিশেষ করে বাংলাদেশের গ্রাম পর্যায়ে বাবা-মা তাদের মেয়েদের বাল্যবিবাহের জন্য উৎসাহিত করে এই ভেবে যে এটা তাদের জন্য আর্থিক এবং সামাজিক ভাবে লাভবান করবে। তাছাড়া অনেক পরিবারই মেয়েদেরকে অতিরিক্ত আর্থিক বোঝা মনে করে এবং তারা ভাবে বিয়ে দেয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। ব্যক্তি পর্যায় থেকে এই ধরনের সমস্যার সমাধান সম্ভব না।

এ জন্য প্রয়োজন সরকারী পর্যায়ে যথাযথ উদ্যেগ এবং পাশাপাশি জনগণের ঐক্যবদ্ধতা। আর এই সবক্ষেত্রে যুবক সমাজই পারে সব চেয়ে বড় ভূমিকা রাখতে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।