আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চ মুল্যে নিম্ন শ্রেণীর তালাশ

ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। নিজেকে গরীব দেখানোর জন্য আপনি সর্বচ্চ কত দামী কাপড় কিনেছেন? হইত অনেক দামী। অবশ্য আপনি যেই কাপড়ই পড়ুননা কেন আপনাকে ঠিক তেমন দেখাবে যেমনটি আপনি নিজেকে ভাবছেন। জৈনক বিখ্যাত এক ব্যাক্তির কথা একটি। তাহলে কি আমরা বলতে পারিনা, নিজেকে উচু শ্রেণীর কেউ করার জন্য আপনি সর্বনিন্ম কত সস্তায় পোশাক কিনেছেন? আপনার সাইকেলকে একটি গাড়ি পাশ কাঁটিয়ে গেল, তখন গাড়ি ওয়ালা নয় আপনার ভাবনটাই হবে মুখ্য।

কারণ সে তো জানেনা আপনি তার চেয়েও দামী গাড়ি কেনার ক্ষমতা রাখেন। আপনি জানেন। আমাদের দেশের বর্তমান যা অবস্থা তাতে সমস্যা গুলো আমরা সবাই ফিল করছি। সবাই এর ভুক্তভোগী। কিন্তু কেউই তা সমাধান করতে পারছি না।

উপরের ভাবনা গুলো কাজে লাগিয়ে হইত আমাদের কিছু সমস্যার সমাধান সম্ভব। যেমন ধরুন যানজট। একটি বাচ্চার জন্য একটি গাড়ি নীতি বাদ দিয়ে যদি সব বাচ্চার জন্য স্কুল বাস, সব কলেজ/ ইউনিভার্সিটির ছাত্রের জন্য সাইকেল এই নীতি আমরা মেনে চলি তাহলে কি রাস্তায় চলাফেরায় সবাইকেই সস্তি দিবেনা? গাড়ির উপর আমাদের নির্ভরশীলতা যত কমবে দেশ এগিয়ে যাবে তত। কারণ সব গাড়িই দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। ১।

যানজট কমবে। দেশের মোটামুটি সব মেধাবি যেহেতু ঢাকায় থাকে এবং তাদের সময়ের মূল্য অনেক বেশি। তারা কর্মে অধিক সময় পাবে আর তাতে দেশ এগিয়ে যাবে। যদিও দেশের উন্নয়নে সব প্রান্তের লোকের ভুমিকা রয়েছে। ২।

তেলের পেছনে টাকা উদাও হবেনা ৩। গাড়ি আমদানি কমবে। ফলে দেশের টাকা দেশেই থাকবে ৪। পরিবেশ দূষিত হবেনা। ঢাকা শহরের সব স্কুলে স্কুল বাস চালুর ব্যাপারে সরকারের এবং সাইকেলের জনপ্রিয়তা বাড়াতে গনমাধ্যমের এগিয়ে আসতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.