আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চ মাধ্যমিক কবিতা



উচ্চ মাধ্যমিক কবিতা [শাফিক আফতাব] তোমাকে পেতে আমি গনকের কাছে গিয়েছিলাম হুজুরের দোয়া তাবিজ আর পানিপড়া নিয়েছিলাম তোমাকে পেতে আমি তোমার নাম জপ করেছিলাম এককোটি বার তোমার হাতে একটি গোলাপ পেতে আমি পৃথিবীর প্রান্তর হেঁটেছি। হেমন্তের পথে আমি ঠাঁয় দাঁড়িয়েছিলাম__তুমি আসবে এই পথে, কিছু নয় শুধু তোমার পথে হাঁটা দেখবো, কিছু নয় তোমার ওড়না বাতাসে কীভাবে ওড়ে, দেখবো ; কিছু নয় তুমি পথ হাটতে আকাশ কীভাবে দেখো ? __তা দেখবো, কিছু নয় তোমার পথ হাঁটায় হেমন্তের পথে কোনো সুবাস ছড়িয়ে পড়ে কিনা ? তা শুঁকতে। তোমাকে পেতে আমি কবিতা লেখা শিখলাম, পত্রিকায় পাতায় ছাপানো কবিতা দেখে তুমি দুর্বল হবে, এই ভেবে পাঠাবে রঙিন প্যাডে একটি দীর্ঘ প্রেমের চিঠি কিংবা হেলে পড়া হেমন্ত বিকেলে সবুজ ঘাসের ক্যাম্পাসে ডেকে নিয়ে বলবে অপ্রয়োজনীয় কথা কিংবা উচ্চতর গণিতে ক্যালকুলাসের সমাধান চাবে তুমি নয়তো বলবে কেমন আছেন ? তোমাকে পেতে কোমর বেঁধে অধ্যয়নে নেমে গেলাম আমি মেধাবী ছাত্রের খেতাব পেতে মোলায়েম পথ হাঁটতে শিখলাম তোমাকে পেতে আমি পর করেছি বিলাসের বিছানা তোমার পেতে আমি ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে চলতে থাকলাম। তোমাকে পাবার জন্য আজও আমি একজন কর্মী মানুষ তুমি তবু মুখ ফিরে তাকালে না।............. ১২.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.