খুব সম্ভবত বছর দুয়েক আগে আরটিভিতে ২২ শ্রাবণ উপলক্ষে একটা বিশেষ টেলিফিল্ম দেখায়, রবি ঠাকুরের কবিতা বাঁশি অবলম্বনে নির্মিত। টেলিফিল্মের নাম 'মনে তার নিত্য আসা যাওয়া’'। ভালো পরিচালনা, হিল্লোলের অভিনয় সব মিলে টেলিফিল্মটা বেশ ভালোলাগে। পুরো কবিতাটার একটা সুন্দর চিত্রায়ন। একটা গান ছিল তাতে।
খালি গলায় নারী কন্ঠে গাওয়া গানটা ছিল অসাধারণ। পরে খুঁজতে গিয়ে দেখি গানের কথা গুলো মনে নেই। যতটুকু তথ্য জানি তা দিয়েই অনেক খুজেছি। পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম কারণ এটাতো আর কোন জনপ্রিয় টেলিফিল্ম ছিলনা।
কি মনে করে গতকাল আবার বসলাম খুঁজতে।
মনে মনে সিদ্ধান্ত নিয়ে যে আজই শেষ। সে কারণেই কিনা জানিনা, গানটা আমি পেলাম। অনেক ঘোরাঘুরি করে অবশেষে আমি ইহা কে পাইলাম।
গানের লাইন 'লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দেব না। '
মজার ব্যপার হলো আমি ধরেই নিয়েছিলাম গানটা রবীন্দ্রসংগীত কিন্তু আসলে এটা ছিল নিধু বাবু এর গান।
যার ব্যপারে আমি আসলে কিছুই জানি না। এটুকু পেলাম যে উনি খুব প্রসিদ্ধ একজন টপ্পা ঘরাণার গায়ক।
যাইহোক আমার গান দরকার সেটা পেয়েছি। এতেই চলবে। আর এতো কষ্টে পাওয়া বলে সবার সাথে গানটা শেয়ার করার লোভ সামলাতে পারলামনা কোন একজনের ও যদি ভালোলাগে তাতেই আমি মহা খুশি
লুকিয়ে ভালোবাসব তারে জানতে দেবনা
আর হ্যাঁ কৃত্জ্ঞতা জানাই প্রজ্ঞাকে যিনি ইউটিউবে গানটা আপলোড করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।